গঙ্গাসাগর: ডুবে থাকা জাহাজ ঘিরে চর, দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Must read

গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্নে তিনি তুলে ধরেন একটি ডুব জাহাজের প্রসঙ্গ। গত একমাস আগে সেই জাহাজ ঘিরে তৈরি হয়েছে চর। সেই চরে ধাক্কা লেগে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্য দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত কম সময়ে এই জাহাজ সরানো সম্ভব নয়। তার জন্য এই জায়গাটি চিহ্নিত করে দিতে বলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

গঙ্গাসাগর মেলায় প্রতিবারই লক্ষ লক্ষ মানুষ পুণ্যস্নান করেন। সারা দেশের মানুষের কাছে এই মেলা রাজ্যের তরফে একটি গর্বের বিষয়। সেই কারণে আয়োজনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে রাজ্য প্রশাসন। সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করতে এদিন বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ড্রেজিং নিয়ে নির্দেশ দেন তিনি। বলেন, ”তোমরা একটা বড় কাজ করেছ। তবুও ড্রেজিংয়ের ব্যাপারটা দেখে নিতে হবে। বাংলাদেশের যে জাহাজটা ডুবে আছে, সেটা যদি সেনাবাহিনীর সঙ্গে যদি কথা বলা যায়। ওদের তো অনেক বিশেষজ্ঞ আছে।”

নৌসেনা জানায়, তাদের কাছে এই বিষয়ে বিশেষজ্ঞ নেই। এই ধরনের ঘটনায় তারা আউট সোর্সিংয়ের মাধ্যমে কাজ করে। এরপরেই মুখ্যমন্ত্রী জানান, এই কাজে সময় লাগবে। সুতরাং এক্ষুনি জায়গাটি চিহ্নিত করে দিতে হবে। যাতে ওখান দিয়ে ভেসেল না চলে। মমতা নির্দেশ দেন, গঙ্গাসাগর মেলা মিটে যাওয়ার পরেই জাহাজটা তোলার বিষয়ে কী করা যায় সেটা দেখতে হবে।

আরও পড়ুন: আরও ৩টি ছুটি বাড়ল রাজ্যে, জারি বিজ্ঞপ্তি

আধিকারিকরা জানান, এই জাহাজ সম্পর্কে আগে জানা ছিল না। ২০১৩ সালে জাহাজটা ডুবে গিয়েছিল। তারপর সেখান থেকে চর সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার থেকে মুড়িগঙ্গায় ড্রেজিং শুরু করা হয়েছে। কাজের অগ্রগতি দেখতে সাগরদ্বীপে পরিদর্শনে যান সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তখনই সেচ দফতরের তরফে জানানো হয়েছে, লট-৮-এর অদূরে ২ এবং ৩ নম্বর পোলের মধ্যে নতুন করে একটি চর দেখা দিয়েছে। ড্রেজিংয়ের বাকি কাজ হয়ে গেলেও নতুন তৈরি হওয়া এই চর কাটাই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।

Latest article