নন্দীগ্রামে বৃদ্ধ ভোটারের মাথা ফাটাল কেন্দ্রীয় বাহিনী

সেই গৃহবধূ প্রতিবাদ জানান। তারপরেই পুলিশকে খবর দেওয়া হয়। জওয়ানকে আটক করে বাহিনীর হাই কমান্ডের হাতে তুলে দেওয়া হয়।

Must read

আজ লোকসভা নির্বাচনের (Loksabha Election) ষষ্ঠ দফার নির্বাচনে ভোট হচ্ছে বাংলার আটটি হাইভোল্টেজ আসনে। আজ ভোট হচ্ছে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে। কিন্তু প্রথম দফা থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উঠছে ভুরি ভুরি অভিযোগ। শ্লীলতাহানির অভিযোগ তো নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার মধ্যেও ছাড় পাচ্ছেন না বৃদ্ধরা। নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়াতে এবার সাধারণ মানুষকে মারার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ২৩৫ নম্বর বুথে এক বৃদ্ধ ভোটারকে মেরে কেন্দ্রীয় বাহিনী তার মাথা ফাটিয়ে দিয়েছে।

আরও পড়ুন-এদিন বন্ধ থাকছে টাইগার হিল সহ একাধিক পর্যটনকেন্দ্র

প্রসঙ্গত, ডেবরায় গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগও উঠেছে এক জওয়ানের বিরুদ্ধে। এই প্রথম না যদিও, এর আগেও বাংলায় একাধিক শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ১২৯ নং চকসাহাপুর বুথ এলাকায় লোধা সম্পদায়ের গৃহবধূকে শ্লীলতাহানি করে এক জওয়ান। তারপরেই সেই জওয়ানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। গৃহবধূর এই বিষয়ে জানিয়েছেন, জল খাওয়ার নাম করে ওই জওয়ান তাঁর বাড়িতে যায়। তারপর জল খেয়ে ওই গৃহবধূর স্তন বিভাজিকায় জলের বোতল রাখে। সেই গৃহবধূ প্রতিবাদ জানান। তারপরেই পুলিশকে খবর দেওয়া হয়। জওয়ানকে আটক করে বাহিনীর হাই কমান্ডের হাতে তুলে দেওয়া হয়।

Latest article