এদিন বন্ধ থাকছে টাইগার হিল সহ একাধিক পর্যটনকেন্দ্র

জানা গিয়েছে, দার্জিলিং গভর্নমেন্ট কলেজে ভোট গণনা করা হবে। তাই পাহাড়ের একাধিক পর্যটনকেন্দ্র বন্ধ রাখতে হবে।

Must read

দার্জিলিং (Darjeeling) জেলা প্রশাসনের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে আগামী ৪ জুন অর্থাৎ ভোটগণনার দিন বন্ধ রাখা হবে দার্জিলিংয়ের একাধিক পর্যটনকেন্দ্র। সমতলে যেহেতু এখন মারাত্মক গরম আর চলছে গরমের ছুটি পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। কিন্তু তার আগে জেনে নেওয়া ভাল ভোট মরশুমে কবে বন্ধ থাকছে পর্যটন কেন্দ্রগুলি। জানা গিয়েছে, দার্জিলিং গভর্নমেন্ট কলেজে ভোট গণনা করা হবে। তাই পাহাড়ের একাধিক পর্যটনকেন্দ্র বন্ধ রাখতে হবে। বাতাসিয়া লুপের গোর্খা ওয়ার মেমোরিয়াল বন্ধ থাকবে। টাইগার হিল বন্ধ রাখা হচ্ছে। যদিও গভর্নমেন্ট কলেজ থেকে বাতাসিয়া লুপের দূরত্ব প্রায় ৬.২ কিমি ও টাইগারহিলের দূরত্ব ২৩.৪ কিমি তবুও পুলিশ প্রশাসন যেকোন রকম ঝুঁকি এড়াতে এই ব্যবস্থা করেছে বলেই খবর।

আরও পড়ুন-রেমাল মোকাবিলায় এবার প্রস্তুত নবান্ন

উল্লেখ্য, ওই দিন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, বাতাসিয়া লুপ, টাইগার হিল, দার্জিলিং রঙ্গিত ভ্যালি রোপওয়ে, পদ্মজা নাইডু জুওলজিকাল পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সময় পর্যটনকেন্দ্রগুলিতে যাওয়া যাবে না সেটা স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে।

 

Latest article