রেমাল মোকাবিলায় এবার প্রস্তুত নবান্ন

আর কিছুক্ষণের মধ্যেই রাজ্য জুড়ে আছড়ে পড়তে পারে ঘুর্ণিঝড় (cyclone) রেমাল (Remal)। আমফানের পর ফের দুর্যোগের ভ্রুকুটি।

Must read

আর কিছুক্ষণের মধ্যেই রাজ্য জুড়ে আছড়ে পড়তে পারে ঘুর্ণিঝড় (cyclone) রেমাল (Remal)। আমফানের পর ফের দুর্যোগের ভ্রুকুটি। তবে এবার প্রথম থেকেই সতর্ক রাজ্য প্রশাসন। দুর্যোগ মোকাবিলায় সব রকম ভাবে প্রস্তুত থাকছে নবান্ন (Nabanna)। শুক্রবার দিল্লির ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে একটি জরুরি বৈঠক হয় রাজ্যের। ভিডিও কন্ফারেন্সিংয়ের মাধ্যমে হওয়া এই বৈঠকে ছিলেন রাজ্য মুখ্যসচিব বিপি গোপালিকা। বৈঠকের সভাপতিত্বে ছিলেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। এই অবস্থায় রাজ্যের নিরাপত্তায় কোনরকম খামতি রাখতে চাইছে না নবান্ন। দুর্যোগে সাধারণ মানুষকে নিরাপদে রাখতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যপারের এবার বিস্তারিত জানান মুখ্যসচিব।

আরও পড়ুন-ফের মহিলা ভোটারকে যৌন-নিগ্রহের অভিযোগ জওয়ানের বিরুদ্ধে

মুখ্যসচিব এই বিষয়ে জানিয়েছেন দুর্যোগপ্রবণ জেলাগুলিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। খাদ্যসামগ্রী এবং ওষুধ-সহ সমস্ত জরুরি সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রাখা হয়েছে। দুর্যোগের সময় আশ্রয়ের জন্য পর্যাপ্ত সংখ্যায় আশ্রয় দেওয়ার স্থান ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতেও রাজ্য ইতিমধ্যে পদক্ষেপ করেছে বলে জানান মুখ্যসচিব। মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-বাঁকুড়া লোকসভার ৫টি ইভিএমে বিজেপির ট্যাগ, রিপোর্ট তলব কমিশনের

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২ টি দলকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। পরিস্থিতি সামলাতে এছাড়াও পাঁচটি দলকে প্রস্তুত রাখা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। নিয়মিত আবহাওয়া দফরের সঙ্গে যোগযোগ রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মুখ্যসচিব জানিয়েছেন দুর্যোগের সময় নবান্ন থেকে নজরদারি চালানো হবে বলে।

Latest article