বাঁকুড়া লোকসভার ৫টি ইভিএমে বিজেপির ট্যাগ, রিপোর্ট তলব কমিশনের

Must read

ষষ্ঠ দফায় রাজ্যের ৮টি লোকসভা কেন্দ্রে চলছে ভোটদান পর্ব। তারমধ্যে বিজেপি প্রার্থী হিরণের অশান্তি পাকানোর চেষ্টায় বারবার উত্তপ্ত হচ্ছে কেশপুর। এরই মধ্যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের রঘুনাথপুর বিধানসভার পাঁচটি বুথে মিলেছে বিজেপির ট্যাগ লাগানো ইভিএম (EVM)। বিধানসভার নিতুরিয়া থানার ভামুরিয়া গ্রাম পঞ্চায়েতের ৫৬, ৫৮, ৬০, ৬১, ৬২ নম্বর পাঁচটি বুথে বিজেপির ট্যাগ লাগানো ইভিএম (EVM) পাওয়া গিয়েছে। তৃণমূল কংগ্রেসের, অভিযোগ ‘মক পোলে’র সময় বিজেপির এজেন্টরা এই কাণ্ড ঘটিয়েছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, “বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আর্কষণ করছি।” তারপরেই পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন- হিরণের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের, হেরে যাওয়ার ভয়ে অশান্তি পাকাচ্ছেন বিজেপি প্রার্থী

Latest article