হিরণের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের, হেরে যাওয়ার ভয়ে অশান্তি পাকাচ্ছেন বিজেপি প্রার্থী

Must read

বিজেপি প্রার্থী হিরণের (Hiran Chatterjee) বিরুদ্ধে ক্ষুব্ধ গ্রামবাসী। উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। লাঠি হাতে হিরণের বিরুদ্ধে রাস্তায় গ্রামের সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, কেশপুরের গানরা সহ বিভিন্ন গ্রামে শুক্রবার রাতে হিরণের নেতৃত্বে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। মারধরের জেরে একাধিক গ্রামবাসী আহত। এই ঘটনার প্রতিবাদে হিরণের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা।

এদিকে কেশপুরে একটি বুথে গিয়ে গন্ডগোল পাকানোর অভিযোগ সেই হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) বিরুদ্ধেই। আনন্দপুরে পুলিশ তাঁকে আটকালে তিনি রীতিমতো তর্ক জুড়ে দেন। বুথের ভিতরেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। হেরে যাওয়ার ভয়ে আগে থেকে হিরণ অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন।

আরও পড়ুন- আজ ষষ্ঠপর্বে ভোট ৮ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ আসনে, নজর কাড়ছে দিল্লি-হরিয়ানা

অন্যদিকে সকাল থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম। তৃণমূলের ২ পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ তুললেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। ভোটাররা ভোটাধিকার প্রয়োগে বাধা দিতে বাঁশের সাকো ভেঙে দেওয়ার অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ১৮০ নম্বর বুথে বিকল ইভিএম, লাইনে অপেক্ষায় স্থানীয়রা। মেদিনীপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলের বুথে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে নির্দিষ্ট বোতামে ভোটারদের ভোট দিতে বলার অভিযোগ করছেন তিনি।

Latest article