আরও ৩টি ছুটি বাড়ল রাজ্যে, জারি বিজ্ঞপ্তি

Must read

বাংলায় আরও ৩টি ছুটি বাড়ল (West Bengal- Holidays)। ব্যাঙ্ক এবং বিমা ক্ষেত্রে এই ছুটি বেড়েছে। মঙ্গলবার রাজ্য সরকার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (NI Act) আইনের আওতায় এই সিদ্ধান্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন বছরে ১ জানুয়ারি সহ জন্মাষ্টমী (২৬ আগস্ট) ও ছট পুজোয় (৭ নভেম্বর) ছুটি রয়েছে। এনআই আইনে ছুটি দেওয়া হলে তা রাজ্য সরকারের অফিস, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ব্যাঙ্ক, বিমা প্রভৃতি ক্ষেত্রে কার্যকর হয়। আগে নভেম্বর মাসে রাজ্য অর্থদফতর ২০২৪ সালের সরকারি ছুটির যে বিজ্ঞপ্তি জারি করেছিল তাতে এই ৩টি দিন প্রশাসনিক নির্দেশে ছুটি দেওয়া হয়েছিল। মঙ্গলবারের নির্দেশ অনুসারে নতুন বছরের পয়লা জানুয়ারি রাজ্যের সব ব্যাঙ্ক ও বিমা সংস্থার দফতরগুলি বন্ধ থাকবে।

আরও পড়ুন- জয়েন্টে মহিলা ও ট্রান্সজেন্ডারদের ফি কমিয়ে দিল রাজ্য সরকার

রাজ্য সরকার কয়েকটি বিশেষ দিনে আলাদা করে ছুটি (West Bengal- Holidays) ঘোষণা করলেও এত দিন ব্যাঙ্ক বিমা-সহ বিভিন্ন আর্থিক ক্ষেত্রের কর্মীদের জন্য তা প্রযোজ্য ছিল না। পয়লা জানুয়ারি থেকেই নতুন ব্যবস্থা কার্যকর হবে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই ছুটিগুলির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলাম। মুখ্যমন্ত্রী এই অনুরোধ রেখেছেন। আমরা কৃতজ্ঞ।

আরও পড়ুন- কেন মোদি সরকারকে বিদায় করা দরকার?

এনআই আইনে জানুয়ারি মাসে রাজ্যে মোট চার দিন ছুটি থাকছে। ১ জানুয়ারি, ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন ও ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। আগামী বছর ২০২৪ সালে এনআই আইনে রাজ্য সরকারের দেওয়া ছুটির সংখ্যা ২২ থেকে বেড়ে ২৫টি হল। এদিকে প্রশাসনিক নির্দেশে ছুটি গোটা বছরে আগে ২১টি ছিল। তা কমে হচ্ছে ১৮টি।

Latest article