নয়াদিল্লি: পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ ওয়ানের প্লে-অফ ম্যাচ খেলতে ইসলামাবাদ যেতেই হবে ভারতকে। পাকিস্তানের মাটিতে খেলার আপত্তি জানিয়ে আগেই বিশ্ব টেনিস সংস্থার কাছে আবেদন জানিয়েছিল সর্বভারতীয় টেনিস ফেডারেশন (Tennis federation)। ভারত চেয়েছিল নিরপেক্ষ কোনও দেশে ম্যাচটা খেলতে। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের দ্বারস্থ হয়েছে ফেডারশেন (Tennis federation)। সংস্থার সচিব অনিল ধুপল সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘‘পাকিস্তানে খেলতে যাওয়ার ক্ষেত্রে কেন্দ্রের কী নীতি রয়েছে, সেই বিষয় জানতে ক্রীড়ামন্ত্রকের কাছে পরামর্শ চেয়েছি। ডেভিস কাপ টেনিসের বিশ্বকাপ। তাই এই ম্যাচটা ভারতীয় টেনিসের জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্রীড়ামন্ত্রকের জবাবের অপেক্ষায় রয়েছি।’’
প্রসঙ্গত, দীর্ঘ ৬০ বছর পর কোনও ভারতীয় টেনিস দল পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে। শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৯৬৪ সালে। সেবার পাকিস্তানের মাটিতে আয়োজিত ডেভিস কাপ টাই ৪-০ ব্যবধানে জিতেছিল ভারত।
আরও পড়ুন- বড়দিনে দিঘায় লক্ষাধিক পর্যটকের সমাগম, নজরকাড়া টহলদারি টিম ‘উইনার্স’-এর