চা-সুন্দরীর বদলে বাগান শ্রমিকদের জমির পাট্টা

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী সম্প্রতি চা-শ্রমিকদের আবাসন প্রকল্প চা-সুন্দরীর (Chaa Sundari) নিয়মে বদল আনার কথা ঘোষণা করেছিলেন। সেই সিদ্ধান্তে বুধবার সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এর ফলে চা-সুন্দরী প্রকল্পে এবার থেকে আর রাজ্য সরকার বাড়ি তৈরি করে দেবে না। তার বদলে প্রাপকদের জমির পাট্টা দেওয়া হবে। সে সঙ্গে তাঁদের ধাপে ধাপে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে। তবে যেসব বাড়ি ইতিমধ্যেই তৈরির কাজ শুরু হয়ে গেছে তা শেষ করেই উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে।
২০২০ সালে তৃণমূল সরকার ‘চা সুন্দরী’ (Chaa Sundari) প্রকল্পের সূচনা করেছিল। রাজ্য বাজেট পেশের সময় তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছিলেন যে, এই প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘স্বপ্নের প্রকল্প’। গত লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার ডুয়ার্সের সাতটি বন্ধ চা-বাগান অধিগ্রহণের কথা ঘোষণা করেছিল। কিন্তু আবার একটি লোকসভা ভোট এসে গেল, এখনও একটিও চা-বাগানের দায়িত্ব গ্রহণ করেনি কেন্দ্রীয় সরকার। স্বাভাবিকভাবেই চা-শ্রমিকদের মধ্যে কেন্দ্রের সেই প্রতিশ্রুতি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গের চা-বলয়ে তাঁদের মজবুত জনভিত্তিতে যে ফাটল ধরছে তা ভালই টের পাচ্ছে বিজেপি। ঠিক এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে লোকসভা ভোটের আগে বন্ধ চা-বাগানের শ্রমিকদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা-সুন্দরী প্রকল্পে এর আগে রাজ্য সরকার চা-বাগান শ্রমিকদের জমির পাট্টা দিয়ে বাড়ি তৈরি করে দিয়েছে। এই প্রকল্পের অধীনে প্রতিবছর আরও বেশ কিছু চা-শ্রমিকের বাড়ি তৈরি করে দেওয়া হবে। এই প্রকল্পের হাত ধরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চা-বলয়ে বিজেপির শক্ত সমর্থনভূমিতে ইতিমধ্যেই জোরদার ধাক্কা দিয়েছে।
চা-শ্রমিকদের পাশে দাঁড়িয়ে আলিপুরদুয়ারে সমাবেশ করে মুখ্যমন্ত্রী নতুন করে বন্ধ চা-বাগানের শ্রমিকদের প্রতি মাসে দেড় হাজার টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই সাড়া ফেলেছে বন্ধ চা-বাগানের দুঃস্থ শ্রমিক পরিবারগুলির মধ্যে। পাশাপাশি মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, চা-বাগান শ্রমিকদের বিনামূল্যে বিদ্যুৎ ও পানীয় জল দিতে হবে। এই বিষয়ে জেলা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে বলেছেন তিনি।

আরও পড়ুন- স্বীকৃত ডিগ্রি নয় এমফিল! পড়ুয়া ভর্তি বন্ধের নির্দেশ ইউজিসি-র

Latest article