সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে এক রিপোর্ট। মোদি সরকারের বিকাশের আসল ছবি প্রকাশ্যে। রিপোর্টে দেখা যাচ্ছে, গত ৫ বছরে দেশের ৭০ শতাংশ পরিবারের বার্ষিক আয় নিম্নমুখী। শুধু তাই নয়, দেশের ৫৬ শতাংশ পরিবারকে প্রতিদিনই কাজ হারানোর আশঙ্কা করতে হয়। চরম আর্থিক অনিশ্চয়তায় ভুগছে সংশ্লিষ্ট পরিবারগুলি। সম্প্রতি রিসার্চ ট্রায়েঙ্গেল ইনস্টিটিউটের সাহায্যে সমীক্ষা চালায় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। আর সেই সমীক্ষা চালাতে গিয়েই প্রকাশ্যে মোদি সরকারের ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর আসল ছবি।
আরও পড়ুন-শীতের মরশুমে লোক টানছে দেশের প্রথম থ্রি ডি তারামণ্ডল
উল্লেখ্য, রিসার্চ সংস্থাটি একযোগে দেশের ২০ রাজ্যের ১ হাজার ১৭০ জায়গায় ৩৫ হাজারের বেশি মানুষের মধ্যে সমীক্ষা চালায়। তাতেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষায় আরও দেখা গিয়েছে, দেশের ৬৫ শতাংশ পরিবারই আর্থিকভাবে দুর্বল। এমনকী দেশের ৭৭ শতাংশ মানুষের প্রতিমাসের রোজগার ৩৫ হাজার টাকার কম। এদিকে পরিবার পিছু আয়ের নিরিখে শীর্ষে রয়েছে কর্ণাটক। সংশ্লিষ্ট রাজ্যে পরিবারগুলির গড় আয় ৩৫ হাজার ৪১১ টাকা। তবে কোভিড পরবর্তী সময়ে মানুষের আর্থিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সমীক্ষক সংস্থা।
আরও পড়ুন-পলাশি, বেথুয়াডহরি, নবদ্বীপ, মায়াপুরে শুরু পর্যটক-ঢল
তবে যেখানে প্রতিনিয়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢালাও উন্নয়নের খতিয়ান তুলে ধরেন, সেখানে এই রিপোর্ট সামনে আসতেই চরম বিপাকে পড়েছে বিজেপি। সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে এই রিপোর্ট কিছুটা হলেও বিড়ম্বনায় ফেলল কেন্দ্রের শাসক দলকে। এছাড়াও মোদি সরকারের দাবি, ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশের জায়গায় পৌঁছেছে ভারত। এমনকী শীঘ্রই জার্মানিকে টপকে ভারত চতুর্থ স্থানে পৌঁছবে বলেও দাবি করা হচ্ছে। এমন আবহে এই রিপোর্ট সামনে আসতেই মাথায় হাত দেশবাসীর।