শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ, কলকাতা-সহ দক্ষিণের জেলায় বাড়বে তাপমাত্রা

বাড়বে গরম। আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘেরাফেরা করবে।

Must read

শনিবার আলিপুর আবহাওয়া দফতর হতাশ করল শীতপ্রেমীদের। জানিয়ে দিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। বছরের শেষের দিনগুলিতেই নয়, নতুন বছরের শুরুতেও তাপমাত্রা এমনই থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত না সরে যাওয়া পর্যন্ত ঠান্ডা পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই। বাড়বে গরম। আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘেরাফেরা করবে।

আরও পড়ুন-মোদি সরকারের ‘বিকাশ’, কাজ হারাতে পারেন দেশের ৫৬ শতাংশ পরিবার

এদিকে শনিবারই কালিম্পং, দার্জিলিংয়ে বৃষ্টির পাশাপাশি উঁচু জায়গাগুলিতে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আলিপুর সূত্রে খবর, ৪ জানুয়ারি থেকে তাপমাত্রার সামান্য পারদ পতন লক্ষ্য করা যেতে পারে। সেসময় একলাফে ২ ডিগ্রি অবধি তাপমাত্রা কমতে পারে। তবে তার আগে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কোনওরকম পরিবর্তন হবে না। উল্লেখ্য, বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর তার দাপটেই উধাও শীত।

আরও পড়ুন-শীতের মরশুমে লোক টানছে দেশের প্রথম থ্রি ডি তারামণ্ডল

পাশাপাশি উত্তর-পশ্চিমী শীতল হাওয়ার পরিবর্তে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এই কারণে ডিসেম্বরের শেষেও দিনের বেলা গরম অনুভুত হচ্ছে। আগামী অন্তত আরো ৪ দিন এইরকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে খবর।

Latest article