বছর শেষে চিকিৎসকদের নতুন চিন্তার কারণ কোভিড ভাইরাসের (Covid 19) নয়া প্রজাতি JN.1। কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত মস্তিষ্কে বিশেষ প্রভাব পড়ছে বলেই মনে করা হচ্ছে। নিউমোনিয়া বা হৃদরোগে আক্রান্ত হওয়ার হার কম হলেও ব্রেন অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এটাই মারাত্মক হয়ে উঠছে।
আরও পড়ুন-সাগরে পুণ্যস্নান নতুন বছরেই, বাবুঘাটে ভিড় বাড়ছে সাধুদের
পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৭৯৭ জন, যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ০৯১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। সম্প্রতি এক গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কোপেনহাগেন ও ডেনমার্ক ইউনিভার্সিটির গবেষকেরা ১২০ জন কোভিড রোগী-সহ ৩৪৫ জনের উপর সমীক্ষাটি চালিয়েছিলেন। ফলাফল প্রকাশ পেতে দেখা গেছে, কোভিড আক্রান্ত হওয়ার পর অবসাদ বেড়েছে। এবং স্বাভাবিকের থেকে বেশি উত্তেজনা লক্ষ্য করা গেছে। সেক্ষেত্রে আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা গুরুতর না হলেও, তাঁদের স্নায়বিক চিকিৎসার প্রয়োজন আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।