সঙ্গীতশিল্পী অনুপম রায়ের অনুষ্ঠানে ভিড়ের চাপে গেট ভেঙে বড়সড় বিপত্তি। শনিবার সন্ধেয় উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বইমেলায় অনুপমের শো ছিল। তাঁর শো দেখতে ভিড় জমান বহু মানুষ। আর সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। এদিকে বইমেলার গেট ভেঙে পড়ার পর হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে কমপক্ষে পাঁচ জন জখম হয়েছেন বলে খবর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এদিনের ঘটনার জেরে বাতিল করে দেওয়া হয় অনুষ্ঠান।
বইমেলার আয়োজকরা জানান, অনুপমের শো দেখতে দেগঙ্গা ও আশপাশের অন্তত ১০টি ব্লক থেকে মানুষ এসেছিলেন। বইমেলা প্রাঙ্গণে অন্তত ৩০ হাজার মানুষের সমাগম হয় শনিবার। ব্যারিকেড করে দেওয়া হয়েছিল মূল প্রবেশপথে। হাজার হাজার মানুষ হুড়মুড়িয়ে বইমেলায় ঢুকতে গেলে বিপত্তি ঘটে। বিপুল ভিড়ের চাপে ব্যারিকে়ড ভেঙে গেলে পড়ে গিয়ে জখম হন অনেকে। পরে বইমেলা কমিটির তৎপরতায় এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে তৃণমূলকে একটি আসন ছাড়তে রাজি সমাজবাদী পার্টি
পাশাপাশি দেগঙ্গা বইমেলার মুখ্য আয়োজক তুষারকান্তি দাস জানান, এদিন উপচে পড়া ভিড় হয়েছিল বইমেলায়। হাজার হাজার মানুষ এসেছিলেন অনুপম রায়ের গান শুনতে। মানুষের আবেগ ও উন্মাদনার জেরে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। যাঁরা আহত হয়েছেন, তাঁদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী অনুষ্ঠান কমিটি আলোচনা করে জানিয়ে দেবে।