উত্তরপ্রদেশে তৃণমূলকে একটি আসন ছাড়তে রাজি সমাজবাদী পার্টি

Must read

প্রতিবেদন : লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে একটি আসন ছাড়তে রাজি সমাজবাদী পার্টি। সম্প্রতি তাদের দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন দলের শীর্ষ নেতা অখিলেশ যাদব। তবে কোন আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লড়বেন তা এখনও চূড়ান্ত হয়নি। সমাজবাদী পার্টির অন্যতম শীর্ষ নেতা কিরণময় নন্দ জানালেন, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো সমাজবাদী পার্টির হয়ে উত্তরপ্রদেশে প্রচার করেছেন। গত চার দশক ধরে তাঁর রাজনৈতিক লড়াইকেও কুরনিশ জানাই আমরা। আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম একটি আসন আমরা ছাড়ব। সেইমতো সমাজবাদী পার্টির অভ্যন্তরীণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্তের কথা ললিতেশ ত্রিপাঠীকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। ওঁরা উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন। তবে কোন আসনটি তৃণমূল কংগ্রেস চাইবে তা কথা বলে আমাদের জানাবে। কিরণময়ের কথায়, আমরা ইন্ডিয়া জোটে রয়েছি। এই পদক্ষেপের ফলে নিশ্চিতভাবেই জোটের বন্ধন আরও শক্তিশালী হবে। এটা একটা উদাহরণও তৈরি হল।
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে বদ্ধপরিকর ইন্ডিয়া জোটের কুশীলবরা। সেই লক্ষ্যে নিজেদের মধ্যে বোঝাপড়া ও আসন সমঝোতার বিষয়টি এখুনি সেরে রাখতে চান তৃণমূল কংগ্রেস-সমাজবাদী পার্টি-সহ বাকিরা। যে কারণে বারবার আসন রফার বিষয়টিতে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তা না হলে প্রচারপর্বে দেরি হয়ে যাবে। এই সুযোগ হাত ছাড়া করতে নারাজ তৃণমূল কংগ্রেস। সমাজবাদী পার্টির তরফে এই রাজনৈতিক সৌজন্যেও ইন্ডিয়া জোটের শরিক হিসেবে এই আন্তরিকতায় খুশি তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এবার আলোচনা করে সিদ্ধান্ত জানিয়ে দেবেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন: নতুন বছর নতুন বই

Latest article