নতুন বছর নতুন বই

আগামিকাল ১ জানুয়ারি। পা রাখছে নতুন বছর। ২০২৪ সালের বইমেলায় বেশকিছু নতুন বই উপহার দিতে চলেছেন বিশিষ্ট সাহিত্যিকেরা

Must read

নতুন বছর। বাতাসে ভেসে বেড়াচ্ছে নতুন বইয়ের গন্ধ। বিভিন্ন জায়গায় চলছে বইমেলা। আন্তর্জাতিক কলকাতা বইমেলাও তো এসে গেল। ২০২৪-এ পাঠকদের হাতে উঠতে চলেছে বেশকিছু নতুন বই। কিছু বেরিয়েছে। কিছু বেরোনোর মুখে। নিজেদের নতুন বই সম্পর্কে জানিয়েছেন কয়েকজন বিশিষ্ট সাহিত্যিক।

সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের দুটি উপন্যাস প্রকাশিত হচ্ছে দে’জ পাবলিশিং থেকে। ‘ম্যাজিস্টোরি’ এবং ‘আমলাগাছি ২’। সেন ব্রাদার্স থেকে প্রকাশিত হবে ‘৫১টি বিচিত্র গল্প’। গতবছর বেরিয়েছিল ‘৫১টি মজার গল্প’। করুণা প্রকাশনী থেকে বেরোবে ‘গল্প সমগ্র’র দ্বিতীয় খণ্ড। নৈর্ঋত থেকে ছোটদের বই ‘রেঞ্জার মামার সঙ্গে অ্যাডভেঞ্চার’ দ্বিতীয় ভাগ। এ ছাড়াও আছে ‘গার্গীর আরও ত্রিফলা’। তিনটি উপন্যাস। অঞ্জলি প্রকাশনী থেকে। বরানগর দর্পণ থেকে প্রকাশ পাবে গল্প সংকলন ‘প্রেম অপ্রেম’।
সাহিত্যিক নলিনী বেরার নতুন উপন্যাস ‘জল ঝিঁঝরি’। প্রকাশিত হবে দে’জ পাবলিশিং থেকে। অঞ্জলি প্রকাশনীতে পাওয়া যাবে তিনটি নভেলেটের সংকলন ‘ভালোবাসার বাসা বদল’। আরেকটি ছোটগল্পের সংকলন বেরোনোর প্রস্তুতি চলছে।
সাহিত্যিক প্রচেত গুপ্ত নতুন বছর পাঠকদের উপহার দিতে চলেছেন নানা বিষয়ের কয়েকটি বই। আনন্দ পাবলিশার্স-এ পাওয়া যাবে উপন্যাস ‘শরীরের ভিতর শরীর’। এছাড়াও আছে একটি গল্পের বই ‘আজ একটা ভালো দিন’। দে’জ পাবলিশিং-এর। আজকাল প্রকাশন থেকে বেরোচ্ছে আত্মকথা ‘মণিমুক্তোর দিনরাত্রি’। এর পাশাপাশি আছে নিবন্ধ-প্রবন্ধের সংকলন ‘কথায় কথায়’। করুণা প্রকাশনী থেকে।
সাহিত্যিক জয়ন্ত দে-র নতুন উপন্যাস ‘মনে যে জোনাক জ্বলে’। পাওয়া যাবে দে’জ পাবলিশিং-এ। আরও একটি উপন্যাস ‘আগুন বসন্ত’। প্রকাশক শপিজেন বাংলা। বড়দের পাশাপাশি নতুন বছরে বেরোচ্ছে তাঁর ছোটদের বই ‘দাড়ি ধুতে সুয়েজ খালে’। নৈর্ঋত প্রকাশন থেকে। নতুন বছর কোন কোন বই কিনবেন, লিস্ট তৈরি করে ফেলুন।

আরও পড়ুন: মোদি-শাহের আপন দেশে আইনকানুন সর্বনেশে

Latest article