সংবাদদাতা, ডেবরা : মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় উন্নয়ন হচ্ছে। সেই কাজে যাতে ফাঁকি না থাকে, তার জন্য সজাগ জেলা প্রশাসন। তাতেই রাস্তা তৈরির কাজ খারাপ হচ্ছে খবর পেয়ে কাজ বন্ধ করে দিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সিতেশ ধাড়া।
আরও পড়ুন-রাজ্যের সেরা থানা বীজপুর
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের আকালপৌষ থেকে বাগুয়ান পর্যন্ত ২ কিমি রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল কদিন আগে। সেই রাস্তা পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ হন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। রাস্তায় পিচ পড়েছে কিন্তু তার কিছুক্ষণ পরেই নাকি উঠে যাচ্ছে। রাস্তার গুণগত মান এত খারাপ দেখেই তৎক্ষণাৎ কর্মাধ্যক্ষ ঠিকাদারকে নির্দেশ দেন সেই মুহূর্তে কাজ বন্ধ রাখতে। পরীক্ষা-নিরীক্ষা করে পুনরায় কাজ শুরু হবে। কাজের অনেক সমস্যা রয়েছে। জেলা পরিষদের আর্থিক সাহায্যে এই রাস্তার কাজ হচ্ছিল। বরাদ্দ হয়েছিল ২৫ লক্ষ টাকা। কর্মাধ্যক্ষ জানান, আমি অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দেখলাম কাজের মান ঠিক নেই। বিডিও সাহেবকে জানাই। টেন্ডারে যা আছে সেই অনুযায়ীই কাজ হবে বলে জানা গিয়েছে।