রাজ্যের সেরা থানা বীজপুর

সেরার সেরা পুরস্কার জিতে নিল বারাকপুর কমিশনারেটের বীজপুর থানা। ৫০টি বিভাগের চুলচেরা বিচারে রাজ্যের ৬৯৬টি থানার সঙ্গে প্রতিযোগিতায় সেরা হল

Must read

সংবাদদাতা, বারাকপুর : সেরার সেরা পুরস্কার জিতে নিল বারাকপুর কমিশনারেটের বীজপুর থানা। ৫০টি বিভাগের চুলচেরা বিচারে রাজ্যের ৬৯৬টি থানার সঙ্গে প্রতিযোগিতায় সেরা হল। ২০১১ সালে ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী বহু জেলাকে ভেঙে আলাদা পুলিশ জেলা করে দেন অপরাধে লাগাম টানতে। এতে পুলিশি নজরদারিতে সুবিধে হয়। উত্তর ২৪ পরগনা জেলার মতো বড় জেলাকে ভেঙে বারাসত, বনগাঁ ও বসিরহাট পুলিশ জেলা এবং বারাকপুরকে পুলিশ কমিশনারেট করে দেন তিনি।

আরও পড়ুন-ফের ৪ জনকে ফাঁ.সি দিল ইরান

তখন এই কমিশনারেটের অধীনে আসে বীজপুর থানা। অপরাধদমন, আইনশৃঙ্খলা রক্ষা, ফাইলের যথাযথ মূল্যায়ন, জনসংযোগ, ব্যবহার, অপরাধ এবং অপরাধীদের তথ্য রাখা, প্যারেড, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুলিশকর্মীরা যাবতীয় সুবিধে পাচ্ছেন কিনা সেই বিষয়ে নজর রাখার বিষয়ে একেবারে শীর্ষে রয়েছে এই থানা। সেই কারণেই যাবতীয় ৫০টি বিষয়ের উপর নজর রেখে এই থানাকে সেরার পুরস্কার দিল রাজ্য পুলিশ। পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, খুবই আনন্দের বিষয়। বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক-সহ তাঁর সহকর্মীদের ধন্যবাদ প্রাপ্য।

Latest article