সংবাদদাতা, জঙ্গিপুর : কেন্দ্রের বিদ্বেষমূলক রাজনীতির বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ আন্দোলনে নেমেছে তৃণমূল। তৃণমূল মহিলা কংগ্রেস সেই লক্ষ্যে টানা ৪৫ দিনের কর্মসূচি নিয়েছে। রবিবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল ‘সঙ্ঘবদ্ধ শপথ’ কর্মসূচি পালন করল। রঘুনাথগঞ্জে রবীন্দ্রভবনে। তৃণমূল মহিলা রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ৩৫টি সাংগঠনিক জেলায় ধারাবাহিক এই কর্মিসভা চলছে।
আরও পড়ুন-রাজ্যের সেরা থানা বীজপুর
ব্লকস্তরের নেতৃত্বকে নিয়ে সঙ্ঘবদ্ধ শপথ গ্রহণ করবে তৃণমূল। একইসঙ্গে চলবে পাড়ায় বৈঠক কর্মসূচি। একটি অঞ্চলে তিনটি করে বৈঠক হবে। রাজ্যে তিন হাজারের বেশি অঞ্চল রয়েছে। সেই নিরিখে ১০ হাজার সভা হবে। সেখানে প্রতিসভায় পাঁচ-ছজন নতুন সদস্যকে সংযোজিত করার লক্ষ্য দেওয়া হয়েছে। এই হিসেবে ৫০-৬০ হাজার নতুন মহিলা সদস্য দলে অন্তর্ভুক্ত হবেন। চন্দ্রিমা একইসঙ্গে ঘোষণা করেন, বিজেপির নারী-বিদ্বেষের বিরুদ্ধে ‘চলো পাল্টাই’ ব্যানারে মিছিল হবে। অঞ্চলগুলিতে তিনটি করে মিছিল হবে। মিছিল হবে জেলাগুলিতেও। নির্বাচন অবশ্যই ফ্যাক্টর। তবে আমরা শুধু নির্বাচনের কথা ভাবি না। আমাদের কর্মসূচি চলতেই থাকে। এর মাধ্যমে জানাতে চাই, কেন্দ্রের বিজেপি সরকার নারীবিদ্বেষী। তারা মহিলাদের ব্যবহার করে ভোটের জন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মান দেন। স্বাস্থসাথী থেকে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এনে মহিলাদের সম্মানিত করেছেন। এদিনের অনুষ্ঠানে রাজ্য মহিলা নেতৃত্ব ছাড়াও ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, বিধায়ক জাকির হোসেন, সাংগঠনিক জেলা সভাপতি হালিমা বিবি ও সমস্ত সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রীরা।