দোহা, ১ জানুয়ারি : প্রথম দিনেই ট্রেভর সিনক্লেয়ারের মন জয় করে নিলেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। ইগর স্টিমাচের সহকারী ব্রিটিশ বিশ্বকাপার সোমবারই দোহায় ভারতীয় দলের প্র্যাকটিসে যোগ দিয়েছেন। আর সুনীলদের লড়াকু মানসিকতা দেখে মুগ্ধ ২০০২ বিশ্বকাপে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা সিনক্লেয়ার।
সিনক্লেয়ার বলছেন, ‘‘সত্যি কথা বলতে কী, ভারতীয় ফুটবলারদের দেখে আমি সন্তুষ্ট। এই দলটা যেমন প্রতিভাবান, তেমনই বিনয়ী। লড়াই করার মানসিকতা রয়েছে। কোচ এবং কোচিং স্টাফদের সঙ্গে দারুণ সম্পর্ক প্রত্যেকটি ফুটবলারের। সব থেকে বড় কথা, দেশের জন্য নিজের সেরাটা দিতে এরা তৈরি।’’ ম্যাঞ্চেস্টার সিটি, ওয়েস্ট হ্যামের হয়ে দাপিয়ে প্রিমিয়ার লিগ খেলা সিনক্লেয়ার আরও যোগ করেছেন, ‘‘আমি নিজে উইঙ্গার ছিলাম। ক্রিয়েটিভ ফুটবলে বিশ্বাস করি। তাই জানি, অ্যাটাকিং থার্ডে কী করতে হয়। সবটাই যে কোচিং ম্যানুয়েল মেনে হবে, তেমন কোনও কথা নেই। বরং চটজলদি সিদ্ধান্তের উপর নির্ভর করে অনেকটাই।’’
স্টিমাচের নতুন সহকারীর বক্তব্য, ‘‘ভারতীয় ফুটবল সম্পর্ক কোনও ধারণা ছিল না আমার। তবে ইগরের প্রস্তাব পাওয়ার পর রবি ফাওলারের সঙ্গে কথা বলেছিলাম। ও ভারতীয় ফুটবলে কোচিং করিয়েছে। তাই সুনীল ছেত্রীর (Sunil Chhetri) নাম আমার অজানা নয়।’’ তিনি আরও বলেন, ‘‘ইগর যেভাবে দলটাকে গড়ে তুলেছে, তার প্রশংসা করতেই হবে। নিজের লড়াকু ফুটবলার ছিল। সেই মানসিকতা ফুটবলারদের মধ্যেও ছড়িয়ে দিতে পেরেছে।’’
এদিকে, জোরকদমে চলছে সুনীলদের এএফসি এশিয়ান কাপের শেষ মুহূর্তের প্রস্তুতি। ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ভারত। এরপর খেলতে হবে উজবেকিস্তান ও সিরিয়ার বিরুদ্ধে। প্রতিটি দলই শক্তিতে অনেক এগিয়ে। যদিও তাতে কুঁকড়ে নেই সুনীলরা। কোচ স্টিমাচও জানিয়েছেন, তাঁর দল সাহসী ফুটবলই খেলবে।’’
আরও পড়ুন-আমি ভেবেছিলাম লর্ডসই শেষ, বিদায়বেলায় স্মৃতিমেদুর ওয়ার্নার