ভাঙছে বিরোধী শিবির, তৃণমূলে যোগদান

Must read

সংবাদদাতা, মালদহ : লোকসভা নির্বাচনের আগে তাসের ঘরের মতো ভাঙছে বিরোধী শিবির। শক্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) উন্নয়নের হাত। সোমবার তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চে সেই ছবি আরও স্পষ্ট হল। একই দিনে মালদহ জেলার দুই এলাকায় সিপিএম, কংগ্রেস এবং নির্দল ছেড়ে প্রায় শতাধিক কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তাঁরা প্রত্যেকেই দল ছাড়ার কারণ হিসাবে বললেন সমন্বয়ের অভাব। শুধু তাই নয়, দীর্ঘদিন উন্নয়নের কোনও পরিকল্পনা নেই বলে দল ছাড়তে বাধ্য হয়েছেন তাঁরা বলেও ক্ষোভ উগরে দিলেন। এদিন কুশিদা গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরা বুথের সিপিআইএম-এর পঞ্চায়েত সদস্য রতন দাস ও রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতল ৪৯ নং বুথের নির্দল পঞ্চায়েত সদস্য আবুহাসান সিদ্দিকি ওরফে আজনবি-সহ মোট ছয় শতাধিক কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। ছিলেন মালদহ জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, লাভলি খাতুন প্রমূখ। পাশাপাশি এদিন মালতীপুরে কংগ্রেস কর্মী সমর্থকেরা মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদূর রহিম বক্সীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে যোগদানকারীরা শপথ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে তাঁরা উন্নয়নের কাজ করবেন।

আরও পড়ুন- শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তিনজনই বিজেপি নেতাদের ঘনিষ্ঠ!

Latest article