শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তিনজনই বিজেপি নেতাদের ঘনিষ্ঠ!

Must read

একেরপর একে ঘটনায় দেখা যাচ্ছে বিজেপি নেতাদের ঘনিষ্ঠরাই অপরাধী! বারাণসির (Baranasi) আইআইটি-বিএইচই শ্লীলতাহানি-কাণ্ডের সঙ্গে যুক্ত যে ৩ জনকে ঘটনার প্রায় ২ মাস পর গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে অন্তত দু’জন বারাণসীতে ভারতীয় জনতা পার্টির ‘আইটি সেল’-এর সদস্য বলে  অভিযোগ। এরই মাঝে ২০ বছরের এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত ৩ যুবকের বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, শনিবার গ্রেফতার হওয়া ৩ জনের মধ্যে কুণাল পান্ডে এবং সাক্ষম প্যাটেল তাঁদের অপরাধের কথা স্বীকার করেছেন। তবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে ওই তিন অপরাধীর সঙ্গে বিজেপির যোগসূত্র অস্বীকার করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, শাসকগোষ্ঠীর ছত্রছায়াতেই অপরাধীদের এই বাড়বাড়ন্ত। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব তাঁর এক্স মাধ্যমে লিখেছেন, নারীরা যখন রাস্তায় নেমে আসে, তখন ক্ষমতার পরিবর্তন ঘটে। বিএইচইউ-এর বিজেপি অপরাধীদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে ক্ষমতার অহংকারে কেউ কোনও মহিলার মর্যাদা এবং পরিচয়ের বিরুদ্ধে বিজেপি সরকারের সুরক্ষার অপব্যবহার করতে না পারে। আজ উত্তরপ্রদেশ ও দেশের প্রতিটি মহিলা প্রশ্ন করছেন, কেন বিজেপি সমর্থিত অপরাধীদের গাড়ি কখনও উল্টে যায় না? অখিলেশের দাবি , বিজেপি হঠাও, মহিলাদের সম্মান বাঁচাও।

আরও পড়ুন- জমজমাট কল্পতরু উৎসব, ভক্তদের ঢল নেমেছে জয়রামবাটি, বেলুড় মঠে

Latest article