জমজমাট কল্পতরু উৎসব, ভক্তদের ঢল নেমেছে জয়রামবাটি, বেলুড় মঠে

বলা হয় এর কাছে যা চাওয়া হয়, তাই পাওয়া যায়। অসংখ্য মানুষ বিশ্বাস নিয়ে কল্পতরু দিবসে ঠাকুর শ্রীরামকৃষ্ণর কাছে উপস্থিত থাকেন বহু বছর ধরেই।

Must read

আজ, ১ জানুয়ারি দক্ষিণেশ্বর (Dakshineshwar) শুধু নয়, ভক্ত সমাগম দেখা গিয়েছে জয়রামবাটি, কামারপুকুরেও। সকাল থেকেই মানুষের ঢল নেমেছে কল্পতরু উৎসবে (Kalpataru Utsav)। বর্ষবরণের দিনে প্রতি বছর উদযাপিত হয় ‘‌কল্পতরু উৎসব’‌। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হুগলির কামারপুকুর এবং সারদা দেবীর জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটিতে সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে। আজ বিশেষ মঙ্গলারতি, পুজো পাঠ–সহ একাধিক অনুষ্ঠান আছে দিনভর। লাইন দিয়ে পুজো দিচ্ছেন সর্বসাধারণ। নতুন বছর সবার ভাল কাটুক এই প্রার্থনায় ভোর থেকেই লাইন দিয়েছেন পুণ্যার্থীরা।

আরও পড়ুন-জাপানে ভূমিকম্প, জারি করা হয়েছে সুনামি সতর্কতা

প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১ জানুয়ারি ‘‌কল্পতরু’‌ অবতারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অবতীর্ণ হন। তারপর থেকে এই দিনটিতে বিশেষ প্রার্থনা এবং পুজোপাঠ হয়। ‘‌কল্পতরু উৎসব’ নামেই পরিচিত। কল্পতরু উৎসবে মনোস্কামনা পূর্ণ হয় বলেই শোনা যায়। পুরাণে কল্পতরু একটি বৃক্ষ। বলা হয় এর কাছে যা চাওয়া হয়, তাই পাওয়া যায়। অসংখ্য মানুষ বিশ্বাস নিয়ে কল্পতরু দিবসে ঠাকুর শ্রীরামকৃষ্ণর কাছে উপস্থিত থাকেন বহু বছর ধরেই।

আরও পড়ুন-ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়ার্নার

আজ, সোমবার ২০২৪ সালের প্রথম দিনে ভক্তদের ভিড় বেড়েছে জয়রামবাটি, কামারপুকুর, বেলুড় মঠ, দক্ষিণশ্বরে। প্রত্যেক বছর এই দিনটিতে বহু ভক্ত পুজো দেন, ভোগ প্রসাদ খান। করোনা কালে সবকিছু স্থগিত থাকলেও তারপর থেকে এই রীতির ব্যতিক্রম হয় নি।

Latest article