মধ্যপ্রদেশে ২টি সড়ক দু.র্ঘটনায় ৪ জন প্রাণ হারিয়েছেন, আ.হত ৬

সাব-ইন্সপেক্টর দেবেন্দ্র সিং পানওয়ার জানিয়েছেন এসইউভির দুই মহিলা আরোহী নিহত হয়েছেন এবং পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন।

Must read

আজ বছরে প্রথম দিন, সোমবার মধ্যপ্রদেশের (Madhya Ptradesh) মন্দসৌর এবং সেহোর জেলায় দুটি দুর্ঘটনায় (road accident) চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। সকাল ৬টার দিকে, একটি পরিবারের সদস্যদের নিয়ে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (SUV) জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মন্দসৌরের সীতামাউ থানার সীমার অধীনে দিল্লি-মুম্বাই হাইওয়েতে বেলারির কাছে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। সাব-ইন্সপেক্টর দেবেন্দ্র সিং পানওয়ার জানিয়েছেন এসইউভির দুই মহিলা আরোহী নিহত হয়েছেন এবং পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন-জমজমাট কল্পতরু উৎসব, ভক্তদের ঢল নেমেছে জয়রামবাটি, বেলুড় মঠে

আহত ব্যক্তিদের মান্দসৌরের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা সেখানেই চিকিৎসাধীন। সেহোর জেলার, ভেরুন্ডা-গোপালপুর রোডে রাত ১টার দিকে একটি এসইউভি উল্টে, দুইজন নিহত এবং আরও অনেকে আহত হয়। বছরের প্রথম দিনেই এমন এক ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Latest article