ইউনাইটেড কাপ জিতে বছর শুরু জকোভিচের

Must read

পারথ, ১ জানুয়ারি : জয় দিয়েই নতুন বছর শুরু করলেন নোভাক জকোভিচ (United Cup- Djokovic)। তাঁর দাপটে চিনকে ২-১ ফলে হারিয়ে ইউনাইটেড কাপ জিতল সার্বিয়া। ২০২৩ সালে তিন-তিনটে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন জকোভিচ। সেই ফর্ম নতুন মরশুমেও ধরে রাখলেন সার্ব টেনিস তারকা (United Cup- Djokovic)।
মেয়েদের সিঙ্গলসে চিনের ঝেং কিনওয়েনের কাছে ৪-৬, ২-৬ সেটে হেরে গিয়েছিলেন সার্বিয়ার ওলগা ডানিলোভিচ। যদিও মিক্সড ডাবলসে জকোভিচ-ওলগা জুটি ৬-৪, ১-৬, ১০-৬ সেটে চিনা জুটিকে হারিয়ে ম্যাচে সমতা ফেরান। এরপর পুরুষদের সিঙ্গলসে জকোভিচ ৬-৩, ৬-২ স্ট্রেট সেটে চিনা প্রতিদ্বন্দ্বী ঝাং ঝিঝেনকে হারিয়ে সার্বিয়ার কাপ জয় নিশ্চিত করেন। আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে সেরা ফর্মেই দেখা গেল জকোভিচকে। তাঁর জোরালো সার্ভ এবং নিখুঁত ক্রস কোর্ট শটের কোনও জবাবই ছিল না চিনা খেলোয়াড়ের র‍্যাকেটে। প্রসঙ্গত, টেনিসের ইতিহাসে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন জকোভিচ। এর মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন সবথেকে বেশি ১০ বার। যদিও ২০২২ সালে এই অস্ট্রেলিয়ান ওপেনেই জকোভিচকে খেলতে দেওয়া হয়নি কোভিডের প্রতিষেধক না নেওয়াতে। যা নিয়ে সেই সময় প্রবল বিতর্ক হয়েছিল। তবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গতবার অস্ট্রেলিয়ান ওপেন খেলার ছাড়পত্র পান জকো। চ্যাম্পিয়নও হন।

আরও পড়ুন- শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তিনজনই বিজেপি নেতাদের ঘনিষ্ঠ!

Latest article