প্রতিবেদন : কালীপুজোর এবং ছট পুজো নাইট কার্ফু থাকছে না। শহরের এক কালীপুজো উদ্বোধনে করতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “উৎসবের মরসুমে ৪ ও ৫ তারিখ অর্থাৎ কালীপুজোর দিন ও তার পরের দিন রাতে বিধিনিষেধ থাকছে না।” বিধিনিষেধ থাকবে না ছটপুজোর রাতেও।
আরও পড়ুন : প্রত্যেক হোটেলে পুলিশের হানা, বিজেপির নোংরা রাজনীতির জেরে ত্রিপুরার পর্যটনে ক্ষতি
সোমবার কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করে পরিবেশ বান্ধব বাজি পোড়ানোয় ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট । সে কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্ট বলেছে পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে। আমরা পরিবেশ দূষণ চাই না। এমন কোনও বাজি পোড়াবেন না, যাতে আপনার আনন্দ পণ্যের নিরানন্দের কারণ হয়। মাস্ক সবাই পরবেন। সাবধানতা বজায় রাখবেন। দীপাবলির আলো সবার ঘরে পৌঁছে যাক।” এদিন জানবাজার সম্মিলিত কালীপুজা সমিতি, শেক্সপিয়র সরণি সার্বজনীন শ্যামা পূজা কমিটি ও ভেনাস ক্লাবের কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কোভিড পরিস্থিতিতে শারীরিক দূরত্ববিধি ও অন্যান্য সাবধানতার কথা মাথায় রেখে উৎসব পালনের বার্তা দেন।