লোকসভা (Loksabha) ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে সব রাজনৈতিক দল। এই অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে একটি ভিডিও বানিয়ে অপপ্রচার করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কীভাবে সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করেছে এবং জনসাধারণ সেটা মেনে নিচ্ছে এই বার্তা দিয়ে ভিডিও তৈরী করা হয়েছে। এমতাবস্থায় এই সাম্প্রদায়িক ভিডিও বার্তার প্রতিবাদে সরব হলেন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন-সিএএ নিয়ে শান্তনু ঠাকুরের দ্বিচারিতা, সরব মন্ত্রী শশী পাঁজা
এই ভিডিও পোস্ট করে এদিন ব্রাত্য বসু নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বিজেপির ধর্মীয় অনুভূতিকে অবজ্ঞা করার অপচেষ্টার শেষ নেই! লজ্জাজনকভাবে মতুয়া ঠাকুরবাড়িকে অপবিত্র করেছে, সিআইএসএফ কর্মীদের জুতা পরে মন্দির কমপ্লেক্সে প্রবেশ করতে দিয়েছে। তাদের নেতাদের মৌলিক শিষ্টাচারের অভাব আছে আর তাদের মধ্যেই কীভাবে অন্যদের হেয় করার ধৃষ্টতা তৈরি হয়?’
BJP’s attempts to disregard religious sentiments is never ending!@Shantanu_bjp shamefully desecrated Matua Thakurbari, allowing CISF personnel to enter temple complex with shoes on.
How does the audacity arise to demean others when their leaders lack basic etiquettes? https://t.co/qE38IY7fC5
— Bratya Basu (@basu_bratya) January 3, 2024
আরও পড়ুন-সাধ্বী নিরঞ্জন জ্যোতির মিথ্যা.চার, প্রতি.বাদে সরব তৃণমূল কংগ্রেস
এদিন ডঃ কাকলি ঘোষ দস্তিদার নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘হিন্দু সংস্কৃতির স্বঘোষিত রক্ষক, হিন্দু ধর্মকে বারবার অপমান করেছেন। দিলীপ ঘোষ মা দুর্গার পবিত্র বংশকে প্রশ্ন করে, নির্দয়ভাবে বাংলা ও হিন্দুদের অনুভূতিতে আঘাত করেছেন। তাই বাংলার মানুষ এই ভন্ড দলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’
BJP’s attempts to disregard religious sentiments is never ending!@Shantanu_bjp shamefully desecrated Matua Thakurbari, allowing CISF personnel to enter temple complex with shoes on.
How does the audacity arise to demean others when their leaders lack basic etiquettes? https://t.co/qE38IY7fC5
— Bratya Basu (@basu_bratya) January 3, 2024
আরও পড়ুন-এবার ভাষ্যকারের ভূমিকায় সানিয়া
এদিন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বিজেপি কোনদিন মানুষের দৈনন্দিন চাহিদার কথা বলে না। এর পরিবর্তে তারা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে এবং একে অপরের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করেন। তারা তাদের ত্রুটিগুলিকে ঢাকতে রাজনৈতিক বক্তৃতায় ধর্মকে ঢুকিয়ে দেয়। বাংলা মহাত্মা গান্ধীর ‘সর্ব ধর্ম সম ভাব’ নীতির পাশে দাঁড়িয়েছে। আমরা বিভাজন এবং বৈষম্যের সমর্থন করি না।’
You’ll never hear @BJP4India talk about roti, kapda, makaan – the basic necessities of people.
Instead they wield religion as a shield to spew vitriol and pit communities against each other. They inject religion into the political discourse to mask their obvious shortcomings.… https://t.co/KJggxpICoY
— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 3, 2024
আরও পড়ুন-মিলুটিনোভিচে মুগ্ধ সন্দেশরা
এদিন দেবাংশু ভট্টাচার্য নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সর্বত্র হিন্দুদের কণ্ঠস্বর হিসাবে স্ব-নিযুক্ত ভূমিকায় বিজেপি হিন্দু ধর্মের প্রতি অবজ্ঞা ছাড়া আর কিছুই প্রদর্শন করেনি। দিলিপ ঘোষ মা দুর্গার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। শান্তনু ঠাকুর সিআইএসএফ কর্মীদের জুতা পরে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ঢুকতে দিয়ে অসম্মান করেছেন। রামমন্দিরের ভূমি পুজোর জন্য মতুয়া সম্প্রদায়ের দেওয়া মাটি প্রত্যাখ্যান করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি জুতো পরে রামমন্দির ভূমি পুজন করছেন। কেদারনাথ মন্দিরে জুতা পরে গিয়েছেন বিজেপি নেতারা। বাংলার মানুষ তাদের ভন্ডামী সম্পর্কে ভালো করেই জানে।’
.@BJP4India, in its self-appointed role as the presumed voice of Hindus everywhere, has ironically, exhibited nothing but contempt towards the Hindu religion:
👉 @DilipGhoshBJP making derogatory remarks against Ma Durga
👉 @Shantanu_bjp allowing CISF personnel to disrespect… https://t.co/BxYI8HBHSk— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) January 3, 2024