ইরানে ভয়াবহ জোড়া বিস্ফোরণ, মৃত শতাধিক

Must read

ইরানে ভয়াবহ জোড়া বিস্ফোরণ। শীর্ষ কমান্ডার কাসেম সোলেইমানি-স্মরণ অনুষ্ঠানে জঙ্গি হামলা। সন্ত্রাসবাদী হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৩ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২০ সালে ইরানে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিলেন শীর্ষ কমান্ডার কাসেম সোলেইমানি। তাঁকে স্মরণ করার জন্য আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। কিন্তু সেখানেই ঘটে এই ভয়ানক বিস্ফোরণ। এই ঘটনায় আহতের সংখ্যা ১৭০ জন।

যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এদিনের হামলার দায় স্বীকার করেনি। তবে গাজায় যুদ্ধের আবহে ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এই নাশকতা চালাতে পারে বলে তেহরানের একটি সূত্রের দাবি। উঠে আসছে আমেরিকার প্রত্যক্ষ যোগাযোগের সম্ভবনার কথাও। কারণ সাম্প্রতিক যুদ্ধে গাজ়ার হামাস, লেবাননের হিজবুল্লা এবং ইয়েমেনের হুথি বাহিনীকে ইজরায়েলের বিরুদ্ধে ইরান মদত দিচ্ছে। আর সেকারণেই হামলার পিছনে একাধিক আশঙ্কার কথা উঠে আসছে।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের অদূরে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছিলেন সোলেমানি। ইরানের ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর’-এর ওই কমান্ডার সেখানে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে মদত দিতে গিয়েছিলেন। আত্মরক্ষার জন্যই ইরানি কমান্ডার কাসেম সোলেমানিকে মারতে হয়েছে বলে রাষ্ট্রপুঞ্জকে জানিয়েছিলেন আমেরিকার তৎকালীন প্রতিনিধি কেলি ক্রাফ্ট। তাঁর দাবি ছিল, পশ্চিম এশিয়ায় মোতায়েন আমেরিকা সেনার উপর ধারাবাহিক ভাবে হামলায় মদত দিচ্ছিলেন সোলেমানি।

আরও পড়ুন-গাজা থেকে সেনা সরানো শুরু হলেও বদলার হু.মকি

Latest article