প্রতিবেদন : ফের একই পরিবারের সবার রহস্যমৃত্যু (Garia death case)! বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে বাবা-মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন আগেই মৃত্য হয়েছে এই তিনজনের। প্রাথমিক অনুমান, পুরো পরিবার আত্মঘাতী হয়েছে। যদিও কারণ সম্পর্কে এখনও ধোঁয়াশা রয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গড়িয়া স্টেশন এলাকার ওই আবাসনে থাকতেন স্বপন মৈত্র। বছর পঁচাত্তরের স্বপন পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। তাঁর স্ত্রী অপর্ণা মৈত্র ও ছেলে সুমনরাজকে নিয়ে থাকতেন ওই ফ্ল্যাটে। গত তিন দিন ধরে মৈত্র পরিবারের কাউকে বাইরে দেখা যায়নি বলে জানিয়েছেন প্রতিবেশীরা। এক আত্মীয় ফোন করলে কেউ ধরেননি। শেষে পচা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন (Garia death case)। পুলিশ গিয়ে দরজা ভেঙে তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, ৩ জনের দেহ ৩টি আলাদা জায়গায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। তবে এখনও পর্যন্ত সেখান থেকে কোনও সুইসাইড নোট মেলেনি।
আরও পড়ুন-বাংলাতেও শুরু অবরোধ, কেন্দ্রের কালা কানুন ট্রাক ধর্মঘট চলছেই