মহুয়া মামলায় লোকসভার জবাবদিহি

Must read

প্রতিবেদন : মহুয়া মৈত্রের (Mahua case) বহিষ্কারের মামলায় লোকসভার সচিবালয়কে জবাবদিহি করতে বলল সুপ্রিম কোর্ট। লোকসভা থেকে সংসদ পদ খারিজের পর মহুয়া মৈত্র মামলা দায়ের করেন। সেই মামলার শুনানিতে লোকসভার সচিবালয়কে সুপ্রিম কোর্ট আগামী তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে। মহুয়া মৈত্রের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি শুনানিতে বলেন, মহুয়া মৈত্রের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ তোলা হয়েছে। কিন্তু সংসদের পোর্টাল তো হ্যাক করা হয়নি। অর্থাৎ এথিক্স কমিটির রিপোর্ট ছিল বৈপরীত্যে ভরা। উল্লেখ্য, যেদিন মহুয়া মৈত্রকে (Mahua case) লোকসভা থেকে বহিষ্কার করা হয়, সেদিনও তৃণমূল কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের দাবি ছিল, অভিযোগকারীদের ক্রস এগজামিনের সুযোগ দেওয়া হোক। বুধবার সুপ্রিম কোর্টের শুনানিতে আইনজীবী জয় অনন্ত দেহদরি এবং শিল্পপতি দর্শন হিরানন্দানিকে কেন এথিক্স কমিটির পক্ষ থেকে ক্রস এগজামিন করা হয়নি, সে প্রশ্ন তোলেন মহুয়া মৈত্রর আইনজীবী। এরপরই বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ লোকসভা সচিবালয়কে তিন সপ্তাহের মধ্যে জবাব দাখিল করতে নির্দেশ দেন।

আরও পড়ুন-বুথকর্মী সম্মেলনে মুখ্যমন্ত্রীর উন্নয়নের খতিয়ান বাড়ি বাড়ি প্রচার, কেন বিরোধীদের ভোট নয়, রামনগরের সভায় বোঝালেন কুণাল

Latest article