জলের দাবিতে ইসিএলের বিরুদ্ধে পথে খনি এলাকার বাসিন্দারা

Must read

সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : জলের দাবিতে রাস্তা অবরোধ করলেন পাণ্ডবেশ্বরের এবিপিট কোলিয়ারি এলাকার বাসিন্দারা। প্রায় ৮০০ লোকের বসতি এলাকায়। তাঁদের অভিযোগ, ৮-৯ মাস আগে ইসিএল (ECL) এলাকার এবিপিট কোলিয়ারি বন্ধ করে কোলিয়ারির অদূরে কননটিনওয়াস মাইনর পদ্ধতিতে কয়লা উত্তোলন শুরু করেছে। তখন থেকেই এবিপিট কোলিয়ারি আবাসনে বসবাসকারী শ্রমিক ও তাঁদের পরিবার জলসংকটে ভুগছেন। স্থানীয়দের দাবি যেহেতু কোলিয়ারি বন্ধ, তাই এলাকার প্রতি নজর নেই ইসিএলের। দিনে একবার অল্প পরিমাণ জল দেওয়া হয়, যা পর্যাপ্ত তো নয়ই বরং দূষিত জল। সেই জল খেয়ে অনেকেই নানা রোগে পড়ছে। সে কারণেই বুধবার সকাল থেকে জলের দাবিতে এবিপিট কোলিয়ারির পাণ্ডবেশ্বর থেকে উখড়া কুমারডিহি রাস্তায় ইসিএলের (ECL) পরিবহণের গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাস্থলে আসেন কোলিয়ারির ম্যানেজার নরেন্দ্র পরিহাল ও সিভিল ইঞ্জিনিয়ার বিজয় ঘোষ। অবশেষে ঘন্টাখানেক রাস্তা অবরোধ থাকার পর ম্যানেজারের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।

আরও পড়ুন- মহুয়া মামলায় লোকসভার জবাবদিহি

Latest article