বুধবার গভীর রাতে চেতলার (Chetla)নন্দীগ্রাম বস্তিতে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে বিশাল আকার ধারণ করে এই অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে যান কলকাতা মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেখানে গিয়ে তিনি ফরেনসিক তদন্তের নির্দেশ দিয়েছেন। গোটা একটি বস্তি আগুনে পুড়ে যাওয়ার নেপথ্যে অন্য কোন কারণ আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম।
আরও পড়ুন-রাহুল-খাড়্গের উপস্থিতিতে কংগ্রেসে যোগদান অন্ধ্রের মুখ্যমন্ত্রীর বোনের
ফিরহাদ হাকিম এই মর্মে বলেন, ‘অনেকে এই জায়গাটা খালি করার চেষ্টা করছেন। কিন্তু এভাবে গরিব মানুষকে সরানো যায় না। এই জিনিস আমরা বরদাস্ত করব না।’ ওই এলাকাতে টিনের ছাউনি দিয়ে বস্তিবাসীর বাড়ি তৈরি করা হবে এমন কথা জানিয়েছেন মেয়র। বন্দর এলাকায় শীতলা লক গেটের কাছে এই নন্দীগ্রাম বস্তি। কমপক্ষে ১০০ পরিবার ওখানে বসবাস করে। বুধবার রাত দেড়টা নাগাদ এই আগুন লাগে বলে খবর। শীতের মধ্যে বেশিরভাগ মানুষই ঘুমে আচ্ছন্ন ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সকালে এলাকায় পোড়া আসবাব থেকে শীতের পোশাক। সবকিছুই পোড়া অবস্থায় পাওয়া গিয়েছে। মেয়র তাঁদেরকে সাহায্যের আশ্বাস দিয়েছেন।