রাহুল-খাড়্গের উপস্থিতিতে কংগ্রেসে যোগদান অন্ধ্রের মুখ্যমন্ত্রীর বোনের

Must read

সাংসদ রাহুল গান্ধী এবং সভাপতি মল্লিকার্জুন খাড়্গের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বোন ওয়াই এস শর্মিলা (YS Sharmila)। বৃহস্পতিবার হাত শিবিরে যোগ দিয়ে তিনি জানিয়েছেন, সবরকম দায়িত্ব পালন করতে তিনি প্রস্তুত।

শর্মিলা (YS Sharmila) আরও জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠিত ওয়াই এস আর তেলঙ্গনা পার্টিও এবার মিশে যাবে কংগ্রেসের সঙ্গে। রাহুলের আশা, শর্মিলার পরে ওয়াই এস আর কংগ্রেস থেকে বহু নেতাও কংগ্রেসে যোগদান করবেন। কংগ্রেসে যোগ দিয়ে শর্মিলা জানিয়েছেন, ‘রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিলেন আমার বাবা। তার জন্য কাজ করব।’‌

  1. জাতীয় কংগ্রেস ছেড়েই ওয়াই এস আর কংগ্রেস পার্টি তৈরি করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন। দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন তাঁর বোন শর্মিলাও। এরপর ২০১২ সালে নতুন দল গঠনের পর দীর্ঘদিন দুর্নীতির মামলায় জেলে ছিলেন রেড্ডি। সেই সময় দলের পাশে ছিলেন তাঁর বোন। এরপর ২০২১ সালে জগনমোহন রেড্ডি অর্থাৎ তাঁর দাদার সঙ্গে তাঁর রাজনৈতিক আদর্শ না মেলায় নতুন দল গড়ে তেলঙ্গনায় প্রচারও শুরু করেন শর্মিলা। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসেই ফিরে এলেন তিনি।

আরও পড়ুন- ব্যাপক দুর্নীতি! এবার মোদির সাধের সড়ক প্রকল্প ‘ভারতমালা’ বন্ধ হতে চলেছে

Latest article