সংবাদদাতা, শান্তিনিকেতন : বাবার অচল গাড়ির পরিত্যক্ত যন্ত্রপাতি, ইঞ্জিন আর হাতের কাছে সহজলভ্য জিনিস কাজে লাগিয়ে নতুন নকশার মোটরবাইক তৈরি করে তাক লাগাল বিশ্বভারতী শিক্ষাসত্রের একাদশ শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্র রূপম সরকার। বৃহস্পতিবার নিজের তৈরি মোটরবাইক চালিয়ে সে স্কুলে এসেছে। রূপমের বাবা ইন্দ্রনারায়ণ সরকার ফিনান্স কোম্পানির কর্মী। আদি বাড়ি ইলামবাজার ব্লকের বাতিকার গ্রামে। কর্মসূত্রে থাকেন সুরুলে।
আরও পড়ুন-হলদিয়ায় ৩,০০০ কোটির রাসায়নিক কারখানার শিলান্যাস
সুরুল থেকে গ্রামের বাড়ি বাতিকার যাওয়ার জন্য ২০০৩ সালে একটি মোটরবাইক কেনেন ইন্দ্রনারায়ণ। ২০১৮-য় গাড়িটি অচল হয়ে গেলে গ্রামের বাড়িতে রেখে দেন। রূপম স্কুলের ছুটিতে বাড়ি গেলেই ওই গাড়িটাকে নিয়ে কাজ করত। আচমকা মাথায় আসে ওটা দিয়ে নতুন মোটরবাইক বানানোর ভাবনা। তারপর বাড়িতে ফেলে দেওয়া লোহার টুকরো, পাইপ, টিনের পাত জোগাড় করে। পরিচিত পাড়ার মোটরসাইকেল গ্যারাজের মিস্ত্রির কাছ থেকে কিছু যন্ত্রপাতি নিয়ে আসে। সেসব দিয়েই গোয়ালঘরে চলে নতুন মোটরবাইক তৈরির কাজ।
আরও পড়ুন-রাজস্থানের হেরিটেজ সাইটে ঐতিহাসিক প্রাচীরের ক্ষতি, পর্যটকের রিল ভাইরাল
বাবা জানালেন, ও ছোটবেলা থেকেই নানা ধরনের গাড়ি তৈরি করতে আগ্রহী। শিক্ষাসত্রের শিক্ষিকা তমালি মজুমদার বলেন, রূপম খুবই মেধার পরিচয় দিয়েছে, তার এই উদ্ভাবনী প্রতিভার মাধ্যেমে। প্রতিটি পার্টস এক এক করে লাগিয়ে সেই নিজেই এত সুন্দর কাজ করেছে। আমরা শিক্ষক-শিক্ষিকারা সবাই ওর সফলতায় খুব খুশি।