প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চটকল শ্রমিকদের বেতনবৃদ্ধির ঐতিহাসিক চুক্তি হয়েছে। রাজ্য সরকার চটকল শ্রমিকদের উন্নয়নে কী কী এনেছে, তাঁরা আগামী দিনে কী পেতে চলেছেন— এসবই বোঝাতে উত্তর-দক্ষিণে চটকল রয়েছে এমন জেলাগুলিতে চলতি মাস জুড়ে চলবে গেট মিটিং কর্মসূচি।
আরও পড়ুন-কলেজ ভবন তৈরি থেকে রাস্তা, চার কোটি টাকায় পাঁচ প্রকল্প
শ্রমিকস্বার্থে রাজ্য সরকারের উদ্যোগে ঐতিহাসিক এই চুক্তির প্রতিটি বিষয় বোঝানো হবে। আইএনটিটিইউসি অনুমোদিত অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সস্টাইল ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি চলবে। বৃহস্পতিবার নবমহাকরণে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগঠনের সভাপতি বিধায়ক সোমনাথ শ্যাম। ছিলেন মন্ত্রী মলয় ঘটক, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বলেন, একমাস ধরে এই কর্মসূচির পর ফেব্রুয়ারি মাসে বারাকপুরে হবে একটি বিরাট সভা। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে উপস্থিত থাকবেন রাজ্যের সমস্ত চটকল শ্রমিক।