দিল্লিতে ধৃ.ত হিজবুল জ.ঙ্গি

দিল্লি পুলিশের বিশেষ সেল তাকে গ্রেফতার করেছে। মাট্টুর কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন এবং একটি চুরি যাওয়া গাড়ি উদ্ধার করেছে পুলিশ

Must read

প্রতিবেদন : খোদ রাজধানী থেকে ধরা পড়ল এক হিজবুল জঙ্গি। জম্মু ও কাশ্মীরের এই জঙ্গিকে বহুদিন ধরেই খুঁজছিল পুলিশ। হিজবুল মুজাহিদিনের এই মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী জাভেদ আহমেদ মাট্টুকে বৃহস্পতিবার দিল্লি থেকে গ্রেফতার করা হয়। দিল্লি পুলিশের বিশেষ সেল তাকে গ্রেফতার করেছে। মাট্টুর কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন এবং একটি চুরি যাওয়া গাড়ি উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রী ও অভিষেককে ধন্যবাদ জানাতে শ্রমিক-জমায়েত, চটকলের গেটে গেটে মিটিং

মাট্টু জম্মু ও কাশ্মীরে অনেক নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর দায়ে অভিযুক্ত। নিরাপত্তা সংস্থার মোস্ট ওয়ান্টেড তালিকায় প্রথম ১০ জনের মধ্যে তার নাম আছে। তার মাথায় দাম ১০ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। ধৃত মাট্টু সোপোরের বাসিন্দা এবং বহুবার পাকিস্তানে গিয়েছে। গত বছর স্বাধীনতা দিবসের আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া একটি ভিডিওতে জাভেদের ভাই রইস মাট্টুকে জম্মু ও কাশ্মীরের সোপোরে নিজের বাড়িতে তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা গিয়েছিল।

Latest article