পুজো বোনাস বাড়ল সিভিক ভলেন্টিয়ার্সদের (civic volunteers)। ২০০০ থেকে বেড়ে হল ৫৩০০। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কার্যকরী হবে ২০২২- ২০২৩ সালের আর্থিক বছর থেকে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র দফতর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দফতর সূত্রে খবর, কলকাতা ও রাজ্য পুলিশ এর সিভিক ভলেন্টিয়ার্স এই সুবিধা পাবে। জেলার সিভিক ভলেন্টিয়াররা (civic volunteers) যে ৩৩০০ টাকা বাড়তি পাবেন সেই টাকা দেওয়া হবে অ্যাডহক বোনাসের পরিপ্রেক্ষিতে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়াররা এতদিন এই অ্যাডহক বোনাস হিসাবে বছরে ২০০০ টাকা পেতেন। অন্যদিকে কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়াররা একই ক্ষেত্রে বার্ষিক ৫৩০০ টাকা বোনাস পেতেন। বোনাসের এমন পার্থক্যের পরিপ্রেক্ষিতে মাস কয়েক আগে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অ্যাডহক বোনাসের ক্ষেত্রে এতদিন কলকাতা পুলিশ অধীনস্থ সিভিক ভলেন্টিয়ার এবং রাজ্য পুলিশ অধিনস্থ সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে যে পার্থক্য ছিল তা ছুড়ে ফেলে দেওয়া হল। এবার রাজ্য পুলিশ অধীনস্থ সিভিক ভলেন্টিয়াররাও অ্যাডহক বোনাস হিসাবে বাৎসরিক ৫৩০০ টাকা পাবেন। এমন পার্থক্য দূর হওয়ায় রাজ্যের হাজার হাজার সিভিক ভলেন্টিয়ার উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন-কবে দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড? জানাল পর্ষদ