রাজ্যসভায় পুনরায় মনোনয়নের অনুমতি পেলেন আপের সঞ্জয় সিং

Must read

রাজ্যসভায় পুনরায় মনোনয়নের জন্য অনুমতি পেলেন জেলবন্দি আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং (Sanjay Singh)। আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে ২০২৩-এর অক্টোবর মাসে তাকে গ্রেফতার করে ইডি । দিল্লি আদালত কারাবন্দি আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংকে তার রাজ্যসভার পুনরায় মনোনয়নের জন্য নথিতে স্বাক্ষর করার অনুমতি দিয়েছে। ২৭ জানুয়ারি সঞ্জয় সিংয়ের সাংসদ পদের মেয়াদ শেষ হবে। রাউজ অ্যাভিনিউ কোর্ট ১৯ জানুয়ারি হতে চলা রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ফর্মে স্বাক্ষর করার অনুমতি দিয়েছে তাঁকে। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে কারাগারে রয়েছেন।

আরও পড়ুন- জন্মদিনে বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বিশেষ বিচারক এম কে নাগপাল সঞ্জয় সিংয়ের দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেন। যেখানে তিনি বলেছিলেন যে, রাজ্যসভার সদস্য হিসাবে তার বর্তমান মেয়াদ ২৭ জানুয়ারি শেষ হচ্ছে। ২ জানুয়ারি নির্বাচন আধিকারিক নোটিশ জারি করেছেন। আবেদনে সঞ্জয় সিং (Sanjay Singh) বলেছেন, এর জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে ৯ জানুয়ারির মধ্যে। তবে সেই আবেদনের নথিতে স্বাক্ষর করার অনুমতি দেওয়ার জন্য তিহার জেল সুপারের কাছ থেকে অনুমোদন চাওয়া হয়েছিল। আধঘণ্টার জন্য নির্বাচনী পরামর্শদাতাদের সঙ্গে দেখাও করতে পারেন তিনি। এদিকে চলতি বছরের লোকসভা নির্বাচনের আগেই রাজ্যসভার মোট ৬৮ জন সাংসদের মেয়াদ সম্পূর্ণ হচ্ছে। যার মধ্যে ৬০ জনই বিজেপির সাংসদ। এঁদের মধ্যে আবার বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন। এছাড়াও আপ, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস থেকে জেডি(ইউ), আরজেডি, বিআরএস, সিপিআই (এম) সাংসদও রয়েছেন। এঁদের মধ্যে ৪ জন তৃণমূল সাংসদের মেয়াদও সম্পূর্ণ হচ্ছে। ৪ তৃণমূল সাংসদের মধ্যে আবির রঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী, মহম্মদ নাদিমুল হক ও শান্তনু সেন রয়েছেন। মেয়াদ শেষ হচ্ছে কংগ্রেসের অভিষেক মনু সিংভিরও ।

Latest article