মাত্র ৯ দিনেই মোহভঙ্গ হল অম্বাতি রায়ডুর (Ambati Rayudu)। জগনমোহন রেড্ডির দল ওয়াই এস আর কংগ্রেস থেকে ইস্তফা দিলেন প্রাক্তন ক্রিকেটার। শনিবার সোশ্যাল মিডিয়া পোস্টে রাইডু জানিয়ে দিলেন রাজনীতি থেকে সরছেন তিনি।
ক্রিকেট ছাড়ার পর গত ২৮ ডিসেম্বর তিনি যোগ দেন জগনমোহন রেড্ডির দল ওয়াই এস আর কংগ্রেসে। এরপরই আজ একটি টুইট করে রায়ডু লেখেন, ‘আমি সবাইকে জানাচ্ছি যে আমি YSRCP পার্টি ছেড়ে দিয়েছি এবং কিছু সময়ের জন্য রাজনীতি থেকে সরে গেলাম। সময় হলে আমার পরবর্তী পদক্ষেপ আমি জানিয়ে দেব।’ কয়েকদিনের মধ্যে রাজনীতি থেকে রায়ডুর (Ambati Rayudu) ইউটার্ন নিয়ে চমকে গিয়েছেন সকলেই।
আরও পড়ুন- সামনেই লোকসভা ভোট, ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র লোগো-ট্যাগলাইন প্রকাশ খাড়্গের
২০২৩ সালের IPL জেতার পর তিনি ট্রফি নিয়ে জগনমোহন রেড্ডির সঙ্গে দেখা করতে যান। সেই সময় বোঝা গিয়েছিল তিনি রাজনীতিতে যোগ দেবেন। তিনি এরপর জানিয়েছিলেন জগনমোহন তাঁর অনুপ্রেরণা। জগন যেভাবে তরুণদের জন্য কাজ করছেন তাতে তিনি মুগ্ধ বলে জানান। এত কিছুর পরেও জগনের দলে যোগদান করেও ‘টিকতে’ পারলেন না রায়ডু।