প্রতিবেদন : ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রায় ৭৫ হাজার বয়স্ককে ভাতা প্রদান করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার পৈলান যুব সঙ্ঘের মাঠে প্রবীণদের সম্মান প্রদান করবেন তিনি। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র ইতিমধ্যে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। প্রস্তুত মঞ্চ । বিভিন্ন অঞ্চলে বসানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন। রবিবারের অনুষ্ঠানে কোনওরকম খামতি রাখতে চাইছে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব । শনিবার সভাস্থলের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন বিষ্ণুপুরের বিধায়ক ও মন্ত্রী দিলীপ মণ্ডল-সহ নিরাপত্তারক্ষীরা। ২০২৩-এর ১০ নভেম্বর ডায়মন্ড হারবারেরই ফলতা বিধানসভা কেন্দ্রের একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঘোষণা করেছিলেন, ২০২৪ সালের নতুন বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রায় ৭৫ হাজার প্রবীণ নাগরিককে নিজস্ব উদ্যোগে বার্ধক্য ভাতা প্রদান করবেন। সেই কথা রাখতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার হাজির হচ্ছেন পৈলানের ময়দানে আয়োজিত দলীয় অনুষ্ঠানে। সেখানেই প্রবীণ ব্যক্তিদের ভাতা প্রদান করা হবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দেড় লক্ষাধিক সক্রিয় কর্মীর সহায়তায় প্রায় ৭৫ হাজার প্রবীণ মানুষ বার্ধক্য ভাতার জন্য রেজিস্ট্রেশন করিয়েছেন। জানুয়ারি থেকেই প্রতি মাসে তাঁদের আর্থিক সাহায্য করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই দুটি পর্যায়ে এই নতুন বার্ধক্য ভাতা রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৭টি বিধানসভার বিভিন্ন এলাকায় প্রথম পর্যায়ে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয় ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় দফার কাজ শুরু হয় ১১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই দুটি পর্যায়ে প্রায় ৭৫ হাজার মানুষ বার্ধক্য ভাতার আবেদন পত্র জমা দেন। তৃণমূলের পক্ষ থকে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী রবিবার বার্ধক্য ভাতা প্রদান করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- যারা বিপ্লবী সেজে বাংলার বদনাম করতে নেমেছে, ধিক্কার তাদের