প্রতিবেদন : সবুজসাথী প্রকল্পে সাইকেলের সংখ্যা অনেকটাই বাড়ছে এবার। চলতি বছর রাজ্য সরকারের সবুজসাথী প্রকল্পের নবম দফায় স্কুল পড়ুয়াদের ১৫ লক্ষ সাইকেল বিলি করা হবে। গতবারের চেয়ে এই সংখ্যা প্রায় তিন লক্ষ বেশি। এ জন্য প্রতিটি ব্লকে একটি করে ‘ডেলিভারি পয়েন্ট’ চিহ্নিত করা হচ্ছে। লোকসভা ভোট ঘোষণার আগেই যাতে সব পড়ুয়াদের হাতে ওই সাইকেল পৌঁছে যায় তা নিশ্চিত করতে বলা হয়েছে। সব জেলার জেলাশাসকদের এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
আরও পড়ুন-সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা
স্কুলগুলি থেকে আসা রিপোর্ট পরীক্ষা করার পর কোন জেলায় কত সাইকেল পাঠানো হবে তা চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যেই স্কুলে স্কুলে সাইকেল বিলির কাজ শুরু হয়েছে। এবার সাইকেল বণ্টনের জন্য প্রতিটি ব্লকে একটি করেই ‘ডেলিভারি পয়েন্ট’ চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দফতরের রিপোর্ট অনুযায়ী অষ্টম দফায় ১২ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত সাইকেল পেয়েছে ১১ লক্ষ ৩৩ হাজারের বেশি ছাত্রছাত্রী। এদিকে, ২০১৫-’১৬ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত ১১ কোটির বেশি সাইকেল বিলি করেছে সরকার।