সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত ‘সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’।

Must read

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত ‘সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। অনুষ্ঠিত হবে ১০-১৪ জানুয়ারি। রবীন্দ্র সদন-নন্দন-বাংলা আকাদেমি প্রাঙ্গণে। একতারা মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন করবেন সাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায় এবং কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মেলায় অংশ নেবে রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ৪৬০ লিটল ম্যাগাজিন। ৬১২ জন কবি পাঠ করবেন কবিতা। ১৪৪ জন গদ্যকার গদ্যের জন্মকথা শোনাবেন। আয়োজন করা হয়েছে ১০টি আলোচনাসভা ও সাহিত্য আড্ডা। ৮ জন নবীন-প্রবীণ গল্পকারের গল্প পাঠ করবেন বাচিক শিল্পীরা। সব মিলিয়ে প্রায় আটশো কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী অংশ নেবেন। অনুষ্ঠান চলবে একতারা মুক্তমঞ্চ, বাংলা আকাদেমি সভাঘর, জীবনানন্দ সভাঘর এবং অবনীন্দ্র সভাঘরে।

আরও পড়ুন-আজ ইনসাফ চাইছে নেতাই

এবার প্রদান করা হবে ১২টি সম্মাননা। অনিতা-সুশীলকুমার বসু স্মারক সম্মান পাবেন দীপান্বিতা সরকার, আল্পনা আচার্য স্মারক সম্মান পাবেন সৌম্য দাশগুপ্ত, মনোজমোহন বসু স্মারক সম্মান প্রণবেশ মাইতি, লীলা রায় স্মারক সম্মান স্বাগতা দাশগুপ্ত, শক্তি চট্টোপাধ্যায় স্মারক সম্মান জগন্নাথদেব মণ্ডল, শান্তি সাহা স্মারক সম্মান অভিজিৎ তরফদার, তাপসী বসু স্মারক সম্মান অশোককুমার রায়, সুপ্রভা মজুমদার স্মারক সম্মান অধীর বিশ্বাস, বিভা চট্টোপাধ্যায় স্মারক সম্মান অভিতাভ মণ্ডল, সোমেন চন্দ স্মারক সম্মান সাদিক হোসেন, বাংলা আকাদেমি-মধুপর্ণী স্মারক সম্মান পাবেন উত্তর প্রসঙ্গ পত্রিকার সম্পাদক দেবব্রত চাকী। লিটল ম্যাগাজিন সম্মান দেওয়া হবে কমলকুমার দত্ত সম্পাদিত ‘দাহপত্র’ পত্রিকা এবং শ্যামলকান্তি দাশ, শংকর চক্রবর্তী সম্পাদিত ‘কবিসম্মেলন’ পত্রিকাকে।

আরও পড়ুন-কথা হল কবিতায়

সুকুমার রায়ের ‘আয় বেয়াড়া সৃষ্টিছাড়া নিয়মহারা হিসাবহীন’ এবারের শীর্ষ পঙক্তি। নবস্পন্দন গ্রন্থমালা সিরিজে প্রকাশিত হবে তরুণ কথাকার শুভ্রদীপ চৌধুরী, পাতাউর রহমান এবং তরুণ কবি নীলাদ্রি দেব, রাজীব ঘোষালের লেখা নিয়ে চারটি এক ফর্মার পুস্তিকা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫তম জন্মবর্ষে তাঁর স্মরণে একটি বিশেষ স্মারকগ্রন্থ ‘তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় : ফিরে দেখা’ প্রকাশ করা হচ্ছে। সংকলন ও সম্পাদনার দায়িত্বে শোভন তরফদার। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্মরণে গগনেন্দ্র প্রদর্শশালায় আয়োজিত হবে একটি প্রদর্শনী। মেলা প্রাঙ্গণে থাকবে সাহিত্য অকাদেমি, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, রাজ্য পুস্তক পর্ষদ, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ, কলকাতা পৌরসংস্থা, পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য আকাদেমি, উদ্বোধন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড, বঙ্কিম ভবন, ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ প্রভৃতি প্রতিষ্ঠানের স্টল। উৎসব উপলক্ষে প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির কয়েকটি বই। বৃহস্পতিবার বাংলা আকাদেমি সভাঘরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উৎসব সম্পর্কে বিস্তারিত জানান রাজ্যের মন্ত্রী তথা আকাদেমির সভাপতি ব্রাত্য বসু। ছিলেন সুবোধ সরকার, অর্পিতা ঘোষ, অভীক মজুমদার, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সুধাংশুশেখর দে, প্রসূন ভৌমিক প্রমুখ। সবমিলিয়ে শীতের দিনে সাহিত্যপ্রেমীদের জন্য আন্তরিক আয়োজন।

Latest article