প্রতিবেদন : বাংলায় কংগ্রেসকে শূন্যে এনে দাঁড় করিয়েও নির্লজ্জের মতো বিজেপির চাটুকারিতা করে চলেছেন অধীর চৌধুরী৷ এজেন্সির রাজনীতিকরণ নিয়ে বাংলার সরকারকে যখন দুষছেন অধীর, তখন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে স্পষ্টভাষায় বলে দিলেন, এজেন্সির অপব্যবহার করছে কেন্দ্র৷ বিরোধী রাজনৈতিক দলকে টার্গেট করা হচ্ছে৷ বিজেপি নেতাদের ছেড়ে দেওয়া হচ্ছে৷ ফলে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ ও প্রতিক্রিয়া প্রকাশ্যে আসছে৷ কলঙ্কিত করছে এজেন্সিকে৷ দল বদলে বিজেপিতে গেলেই সাত খুন মাফ৷ অধীরকে নস্যাৎ করে খাড়গে যখন এই কথা বলছেন, তখন দলের আর এক নেতা বেণুগোপালও ক্ষোভ চেপে রাখেননি৷
আরও পড়ুন-স্থানীয় হাসপাতালে চালু হচ্ছে টেলি-কার্ডিওলজি পরিষেবা
তাঁর সাফ কথা, অধীরের রাষ্ট্রপতি শাসনের দাবি কংগ্রেস সমর্থন করে না৷ কেন উনি একথা বলেছেন জানতে চাওয়া হবে৷ খাড়গে এবং বেনুগোপাল যখন এ কথা বলছেন তখন বিজেপির চাটুকারিতা করে চলেছে অধীর চৌধুরী৷ দলের সর্বভারতীয় সভাপতি বাংলার শূন্য পাওয়া কংগ্রেস সভাপতিকে নস্যাৎ করে দিয়েছেন৷ কী বলবেন শ্রীযুক্ত অধীর চৌধুরী?