বাংলাদেশের ভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, ভারত বলল, অভ্যন্তরীণ বিষয়

রবিবার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে চলেছে। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

Must read

খায়রুল আলম, ঢাকা : রবিবার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে চলেছে। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। একটি আসনের এক প্রার্থীর মৃত্যুতে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হবে। বাংলাদেশের এই নির্বাচন গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিতে গুরুত্ব দিয়ে প্রকাশিত হচ্ছে বাংলাদেশের ভোট সংক্রান্ত সংবাদ।

আরও পড়ুন-স্থানীয় হাসপাতালে চালু হচ্ছে টেলি-কার্ডিওলজি পরিষেবা

বিবিসি, রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, আল-জাজিরা সহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলির শিরোনাম বাংলাদেশের নির্বাচন। প্রধান বিরোধী দল বিএনপি ভোট বয়কটের ডাক দেওয়ায় এবারের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বারবারই প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহল। অভিযোগ, প্রধান বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ না করলে একতরফা নির্বাচনে জনরায়ের সঠিক প্রতিফলন সম্ভব নয়। তবে এবিষয়ে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা প্রতিনিয়ত বলে আসছি, এই ভোট এই দেশের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে আমাদের বলার কিছু নেই। বাংলাদেশের জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে। ভারত নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কিনা— এমন প্রশ্নও করা হয় ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্রকে। তবে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। এদিকে নির্বাচনের বিষয়ে বিদেশি কূটনীতিকদের সর্বশেষ পরিস্থিতি ব্রিফ করেছে নির্বাচন কমিশন। ব্রিফিংয়ে চিন, রাশিয়া, জাপান সহ পশ্চিম বিশ্বের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা থাকলেও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন না। তবে দুজনই দূতাবাস থেকে প্রতিনিধি পাঠান।

আরও পড়ুন-ভুল বকছেন অধীর বুঝিয়ে দিলেন খাড়গে

ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আমি মনে করি, এটি সফল নির্বাচন হবে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মাইলফলক হবে এই ভোট। নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হলে বাংলাদেশ আগামিদিনে আরও শক্তিশালী হবে।

Latest article