প্রতিবেদন : নির্বাচনের আগেই একাধিক নাশকতার সাক্ষী থেকেছে পড়শি বাংলাদেশ। শুক্রবার রাতে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক বেড়েছে। শনিবার ঘুম থেকে উঠতে না উঠতেই ধর্মঘটে জেরবার বাংলাদেশের মানুষ। এদিন সকাল ছটা থেকে বিএনপির ধর্মঘট শুরু হয়েছে। চলবে সোমবার পর্যন্ত। রবিবার ভোটগ্রহণ চলাকালীন বিএনপি কর্মী-সমর্থকেরা ধর্মঘট অবরোধ সফল করতে পথে নামলে সংঘাত অনিবার্য, এমনটাই আশঙ্কা রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। তবে প্রশাসনও সতর্ক আছে।
আরও পড়ুন-বাংলাদেশের ভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, ভারত বলল, অভ্যন্তরীণ বিষয়
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বুধবার থেকেই সেনাবাহিনী নামিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। শেষ বেলার নির্বাচনী প্রচারে মৃত্যু হয়েছে ৩ জনের, যা ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এই আবহেই ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। এমন পরিস্থিতিতে অশান্তি বাড়লে ভোটদানের হার কমার আশঙ্কা করছে শাসক দল।