প্রতিবেদন : গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ, সোমবার পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরে পা দেওয়ার আগে প্রশাসনিক নিরাপত্তা নিয়ে একাধিক বৈঠক করা হয়। রাজ্যের ৩ মন্ত্রী শনিবার গঙ্গাসাগরের প্রস্তুতি খতিয়ে দেখে এসেছেন। তারপর আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ বেলা একটা নাগাদ তিনি হেলিকপ্টারে গঙ্গাসাগরে নামবেন।
আরও পড়ুন-বাংলাদেশে ভোট পড়ল, ৪০%, এগিয়ে শাসক দলই
রবিবার সেই হেলিপ্যাড গ্রাউন্ড পরিদর্শন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সঙ্গে ছিলেন প্রশাসনের আধিকারিকরাও। মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর প্রাঙ্গণ ঘুরে দেখার পর কপিলমুনি মন্দিরে পুজো দেবেন। পাশাপাশি সুন্দরবন এলাকার বেশ কিছু সেতু উদ্বোধন করবেন। গঙ্গাসাগরে জল মিশন উদ্বোধনেও থাকার কথা রয়েছে তাঁর। গঙ্গাসাগরে রাত্রি যাপন করে মঙ্গলবার সকাল ন’টায় বেরিয়ে যাবেন জয়নগরের উদ্দেশে। এখানে বহড়ু স্কুলের পার্শ্বস্থ ময়দানে একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। গঙ্গাসাগরে আসবেন মুখ্যমন্ত্রী, তাই লট নম্বর এইট থেকে কচুবেড়িয়া-সহ গঙ্গাসাগরের মেন রাস্তায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।