বাংলাদেশে ভোট পড়ল, ৪০%, এগিয়ে শাসক দলই

গোপালগঞ্জ -৩ আসনে ২,৯০,৩০০ ভোটের মধ্যে হাসিনা পেয়েছেন ২,৪৯,৯৬২ ভোট। অন্যান্য বহু কেন্দ্রেই রাত পর্যন্ত এগিয়ে আছেন আওয়ামী লিগ প্রার্থীরাই

Must read

প্রতিবেদন : বিএনপির ডাকা ধর্মঘট আর বিক্ষিপ্ত হিংসার মধ্য দিয়ে রবিবার শেষ হয় বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগণনার প্রবণতায় প্রত্যাশিতভাবেই এগিয়ে শেখ হাসিনার দল আওয়ামি লিগ। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এবার রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ -৩ আসনে ২,৯০,৩০০ ভোটের মধ্যে হাসিনা পেয়েছেন ২,৪৯,৯৬২ ভোট। অন্যান্য বহু কেন্দ্রেই রাত পর্যন্ত এগিয়ে আছেন আওয়ামী লিগ প্রার্থীরাই।

আরও পড়ুন-ডায়মন্ড হারবারে ভোটের ব্যবধানের টার্গেট ঠিক করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

রবিবার দুপুর ৩টে পর্যন্ত সারা দেশের ভোটকেন্দ্রগুলিতে মাত্র ২৭.১৫ শতাংশ ভোট পড়ে। প্রধান বিরোধী দল বিএনপির ভোট বয়কটও কম ভোট পড়ার অন্যতম কারণ। ভোট মিটে যাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়াল জানিয়েছেন, মোট ৪০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের সচিব মহম্মদ জাহাঙ্গির আলম জানিয়েছেন, সারা দেশে মোট সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। জাল ভোট বা জাল ভোট দিতে সাহায্য করার জন্য ১৫ জনকে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে গাজিপুরে একজন সহকারী প্রিসাইডিং অফিসারও আছেন। নতুনভাবে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে নরসিংদীর দুটি এবং কক্সবাজারের দুটি কেন্দ্রে। নির্বাচন কমিশনের সচিব বলেন, দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট হয়েছে। শেষ মুহূর্তে দুজন নির্বাচনী আধিকারিক মারা গিয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। ব্যালটে সিল মারার কিছু অভিযোগ ওঠে। প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। শেষ মূহূর্তে একজনের প্রার্থিপদ বাতিল করা হয়।

Latest article