ডায়মন্ড হারবারে ভোটের ব্যবধানের টার্গেট ঠিক করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সামনেই লোকসভা নির্বাচন। কিন্তু নির্বাচনের চিন্তা না করেই নিজের দেওয়া প্রতিশ্রুতি পালন করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

সামনেই লোকসভা নির্বাচন। কিন্তু নির্বাচনের চিন্তা না করেই নিজের দেওয়া প্রতিশ্রুতি পালন করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। )। রবিবার পৈলানের মঞ্চ থেকে বার্ধক্য ভাতা দেওয়ার কাজ শুরু করেন তিনি। সেখান থেকেই অভিষেক বলেন ভোটের জন্য নয় মানুষের প্রয়োজনের কথা ভেবেই এই পরিষেবা। এদিন ডায়মন্ড হারবার মডেলকে তুলে ধরে এবারের লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধান বেঁধে দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন-‘আজ যেটা করলাম সেটা ন্যায়, ইনসাফ, সবকা সাথ, সবকা বিকাশ’ বাম-কংগ্রেসকে নিশানা অভিষেকের

এদিন অভিষেকের বার্তা, গতবার লোকসভায় ৩ লক্ষ২২ হাজারের ব্যবধান ছিল। এবার ৪লক্ষ করতে হবে। ডায়মন্ড হারবার মডেল-কে সামনে রেখে অভিষেক জানান. দেশের মধ্যে উন্নয়নে যেমন সেরা ডায়মন্ড হারবার সেরকমই লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধানেও সেরা হতে হবে। স্বাভাবিকভাবেই দলীয় সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই বার্তায় উজ্জীবিত তৃণমূল।

আরও পড়ুন-অমিত মালব্যর বিরুদ্ধে থানায় অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্যের

এমনিতেই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যে পরিমাণ উন্নয়নের কাজ করেছেন, তাতে তিনি প্রার্থী হলে তৃণমূলের তরফে জয় প্রায় নিশ্চিত। সেই কারণেই এবার ব্যবধানের টার্গেট বেঁধে দিলেন অভিষেক।

Latest article