অমিত মালব্যর বিরুদ্ধে থানায় অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্যের

এবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন।

Must read

শাহজাহান শেখ নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অমিত মালব্য (Amit Malviya)। এবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বিজেপি নেতা অমিত মালব্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন। অমিত মালব্যর পোস্টের ফলে রাজ্যের শান্তি নষ্ট হতে পারে এমন এক অভিযোগ তুলেই নিমতা থানায় অভিযোগ দায়ের করেন চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুন-যেমন কথা তেমন কাজ, ৭৬১২০ প্রবীণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯ তারিখের মধ্যে ভাতা

সন্দেশখালিতে ইতিমধ্যেই ইডির অভিযান ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যেই হঠাৎ রবিবার সকালে অমিত মালব্য টুইট করেন, শাহজাহান শেখকে আড়াল করতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সব রকম ব্যবস্থা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে অভ্যস্ত। আগেও তিনি কিছু  নেতাদের আড়াল করার চেষ্টা করেছেন।

আরও পড়ুন-নজিরবিহীন ঘটনা, সজ্ঞানে ৫ বছরের মেয়ের মাথা কেটে টিউমার বের করলেন চিকিৎসকেরা

এখানেই থেমে থেকেন নি তিনি। নিজের এক্স হ্যান্ডেলে অনুব্রত মন্ডল এবং মমতা বন্দ্যেপাধ্যায়ের ছবি দিয়ে অমিত মালব্য লিখেছেন, ‘বগটুই কাণ্ডের সময়ে অনুব্রত মন্ডলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। সেই অনুব্রত এখন জেলে।’ এই পোস্টের ভিত্তিতে চন্দ্রিমা ভট্টাচার্য নিমতা থানায় অভিযোগ জানান। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি নেতার ওই মন্তব্যে শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল তাই অমিত মালব্যর বিরুদ্ধে পদক্ষেপ নিশ্চিত করা বাঞ্চনীয়। পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করবেন এমন কথাও তিনি জানিয়েছেন।

 

Latest article