নজিরবিহীন ঘটনা, সজ্ঞানে ৫ বছরের মেয়ের মাথা কেটে টিউমার বের করলেন চিকিৎসকেরা

শুধু তাই নয়, সার্জারির সময় বরফ-ঠান্ডা স্যালাইন চালানো হয়েছিল, যাতে অস্ত্রোপচার শেষ না হওয়া পর্যন্ত মেয়েটি কোনভাবেই অজ্ঞান না হয়ে যায়।

Must read

যেকোন রকম অস্ত্রোপচারের ক্ষেত্রে আজকাল ‘লোকাল অ্যানাস্থেশিয়া’ (Local anesthesia) বেশি পরিচিত সকলের কাছেই। সম্পূর্ণরূপে অজ্ঞান না করে, প্রয়োজনীয় দেহাংশ অবশ করা হয়। রোগী অস্ত্রোপচারের কথা বুঝতে পারলেও খুব অসুবিধা হয় না। তবু অনেকের কাছেই পুরো ঘটনাটাই বেশ ভীতির। কিন্তু এবার দিল্লির ৫ বছরের একটি মেয়ে সেই ভয়কে জয় করেই লোকাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে ব্রেন টিউমারের অস্ত্রোপচার করিয়ে নিল।

আরও পড়ুন-‘২০২৪ সালে তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে লড়বে’ ডায়মন্ডহারবারের সভা থেকে বার্তা অভিষেকের

এই ধরনের অস্ত্রোপচারকে চিকিৎসা পরিভাষায় ‘অ্যাওয়েক ক্র্যানিওটমি’ বলা হয়। গত ৪ জানুয়ারি দিল্লির এইমসের অভিজ্ঞ চিকিৎসকরা ৫ বছরের শিশুটির মস্তিষ্কের বাঁদিকে থাকা পেরিসেলিয়ান ইন্ট্রাক্সিয়াল ব্রেন টিউমারটি অস্ত্রোপচার করে। দিল্লি এইমস এই বিষয়ে জানিয়েছে ৫ বছরের মেয়েটি বিশ্বের কনিষ্ঠতম, অ্যাওয়েক ক্র্যানিওটমির মাধ্যমে যার শরীরে অস্ত্রোপচার হয়েছে। বার বার অজ্ঞান হয়ে যাওয়া এবং কথা জড়িয়ে যাওয়ার সমস্যা নিয়ে এইমসে শিশুটিকে নিয়ে আসা হয়। এমআরআই করে দেখা যায় মস্তিষ্কের বাঁদিকের অংশে টিউমার আছে।

আরও পড়ুন-কিশোরীকে গণ.ধর্ষণের অভিযোগে দিল্লিতে আটক তিন কিশোর সহ ২

অভিজ্ঞ নিউরোসার্জনরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ৩ ঘণ্টা ধরে সার্জারির মাধ্যমে শিশুটির মাথা থেকে বের করে আনা হয় টিউমার। অস্ত্রোপচারের আগে অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নিয়ে শিশুটির মা-বাবার সঙ্গে আলোচনায় বসা হয়। ল্যাঙ্গুয়েজ এবং সেন্সরিমোটর অ্যাসেসমেন্ট পরীক্ষা করা হয়। শুধু তাই নয়, সার্জারির সময় বরফ-ঠান্ডা স্যালাইন চালানো হয়েছিল, যাতে অস্ত্রোপচার শেষ না হওয়া পর্যন্ত মেয়েটি কোনভাবেই অজ্ঞান না হয়ে যায়।

Latest article