প্রতিবেদন : স্টুডেন্ট ক্রেডিট কার্ড (student credit card) প্রকল্পের মাধ্যমে চলতি মাসের মধ্যে ২৫ হাজার পড়ুয়াকে ঋণ দেওয়ার নির্দেশ দিল নবান্ন। আগামী ৩১ জানুয়ারির মধ্যে ঋণ মঞ্জুর করার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলিকে। সম্প্রতি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের লোন দেওয়ার ক্ষেত্রে একাধিক ব্যাঙ্কের গড়িমসির অভিযোগ পেয়েছে নবান্ন।
আরও পড়ুন-কোচিংয়ে আসার ভাবনা ওয়ার্নারের
নবান্ন সূত্রে খবর, এখনও পর্যন্ত ৬৫ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ২১০০ কোটি টাকা লোন দেওয়া হয়েছে। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দফতরের হিসেব বলছে, এখনও পর্যন্ত ২৫ হাজার আবেদন ব্যাঙ্কগুলির অনুমোদনের অপেক্ষায় পড়ে আছে। শনিবার রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ছিলেন একাধিক জেলাশাসকও। সেই বৈঠকেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের লোন দেওয়ার আবেদনগুলি কেন পড়ে রয়েছে, তা নিয়ে ব্যাঙ্কগুলি প্রশ্নের মুখে পড়ে বলে সূত্রের খবর।
আরও পড়ুন-২০২৪-এর চ্যালেঞ্জ
বৈঠকে, ব্যাঙ্কগুলিকে চুক্তি অনুযায়ী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নিলে ৪ শতাংশ হারেই সুদ নিতে হবে ছাত্রছাত্রীদের থেকে। নবান্নের এই নির্দেশ থাকা সত্ত্বেও, পড়ুয়াদের কাছ থেকে কেন বেশি হারে সুদ চাওয়া হচ্ছে সেই বিষয়েও রাজ্যের নবান্নের শীর্ষ আধিকারিকদের প্রশ্নের মুখে পড়েন একাধিক ব্যাঙ্কের আধিকারিকরা।